কোন গোলাপের কী মানে
কাজী আশরাফ : রাইজিংবিডি ডট কম
Published:07 Apr 2016 07:46:24 AM Thursday || Updated:07 Apr 2016 10:38:32 AM Thursday

সাদা গোলাপ: শুদ্ধতা এবং সাধুতা প্রকাশ পায় সাদা গোলাপ উপহার দিলে।
হলুদ গোলাপ: এই গোলাপ আনন্দ ও মুগ্ধতার প্রতীক।
লাল গোলাপ: ‘ভালোবাসি, সেই সঙ্গে তোমার জন্য শ্রদ্ধা ও সৌজন্যও রয়েছে’- এমনটাই বলে লাল গোলাপ।
বারগান্ডি গোলাপ: আরেকটু বেশি আবেগ প্রকাশে এই গোলাপ ব্যবহৃত হতে পারে। যেমন ‘তোমাকে ভালোবাসা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না’।
গোলাপী গোলাপ: সৌন্দর্যে স্টাইল ও সূক্ষ্মতা প্রকাশ করে।
কালচে গোলাপী গোলাপ: কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করে।
হালকা গোলাপী গোলাপ : সন্তুষ্টি বা সমবেদনা প্রকাশ পায় এই গোলাপ দিলে।
কমলা গোলাপ: প্রবল উৎসাহ এবং পাওয়ার তীব্র আকাঙ্খার প্রতীক।
রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৬/তারা
No comments:
Post a Comment