শরীরের দুর্গন্ধ জানাবে অ্যাপ
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Apr 2016 06:11:51 PM Monday || Updated:25 Apr 2016 06:14:31 PM Monday

আর এবার আপনার শরীরে দুর্গন্ধ আছে কিনা, সেটাও জানতে পারবেন অ্যাপ ব্যবহার করে। ফলে আগে থেকেই তা জেনে যাওয়ায়, আপনাকে আর অন্যের সামনে অসস্তিকর অবস্থায় পড়তে হবে না।
‘নোজ’ নামক এই অভিনব অ্যাপটি তৈরি করেছে স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারক ব্র্যান্ড নিভিয়া মেন।
প্রতিষ্ঠানটির মতে, আমাদের নাক আমাদের শরীরের ঘামের গন্ধের সঙ্গে এতটাই পরিচিত যে আলাদা করে দুর্গন্ধ শনাক্ত করতে পারে না। ফলে সকলের সামনে শরীরের দুর্গন্ধের কারণে খুবই অপ্রস্তুত হতে হয়। নোজ অ্যাপ শরীরের দুর্গন্ধ পরিমাপ করতে পারায়, ব্যবহারকারীকে আর অপ্রীতিকর অবস্থায় পড়া লাগবে না।
সেন্সরযুক্ত বিশেষ মোবাইল কাভারের সমন্বয়ে কাজ করবে নোজ অ্যাপ। অর্থাৎ স্মার্টফোনে ব্যবহার করতে হবে বিশেষ কাভার এবং নোজ অ্যাপ। দুর্গন্ধ বুঝতে বগলের কাছে স্মার্টফোনটি আনা হলে সেখানকার গন্ধ নেবে স্মার্টফোনের কাভার। গন্ধের তথ্য চলে যাবে স্মার্টফোনটিতে থাকা অ্যাপে। অ্যাপের মাধ্যমে গন্ধের মাত্রা জেনে যাবেন এর ব্যবহারকারী। দুর্গন্ধের মাত্রা বেশি হলে প্রয়োজনীয় পরামর্শ দেবে অ্যাপটি।
শরীরের দুর্গন্ধ বোঝার নোজ অ্যাপ ও বিশেষ ফোন কাভার আগামী মাসে বাজারে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
http://www.risingbd.com/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA/157923
রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment