ফ্রিজে রাখা মাছের স্বাদ ফেরানোর উপায়
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Apr 2016 08:24:58 PM Monday || Updated:26 Apr 2016 09:48:29 AM Tuesday

কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছে তাজা মাছের সেই স্বাদ থাকে না। তবে ফ্রিজে রাখা মাছের টাটকা স্বাদ কিন্তু ফেরানোর উপায় রয়েছে। এজন্য যা করতে হবে তা হচ্ছে-
* মাছ ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে নিন। অথবা বাইরে কিছুক্ষণ রেখে অতিরিক্ত ঠান্ডা কাটিয়ে নিন।
* বড় মাছ হলে আগে থেকে টুকরো করা থাকলে ভালো। নাহলে টুকরো করে কেটে নিন। ছোট মাছ হলে কোনো অসুবিধা নেই।
* একটা বাটিতে দুধ ও পানি মেশান।
* এই মিশ্রণে মাছ ভিজিয়ে রেখে দিন ৩০ মিনিট।
* মিশ্রণ থেকে তুলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
এর ফলে বাসি স্বাদ কেটে গিয়ে মাছের টাটকা স্বাদ যেমন ফিরে আসবে তেমনই কেটে যাবে আঁশটে গন্ধ। এবার রান্না করে নিন নিজের পছন্দমতো।
রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment