Thursday, 28 April 2016

house kit

সহজ উপায়ে টিকটিকি তাড়ান

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:27 Apr 2016   06:15:58 PM   Wednesday   
সহজ উপায়ে টিকটিকি তাড়ান

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে তোলাপোকার মতোই অপছন্দের আরেক প্রাণী টিকটিকি। যদিও টিকটিকি পোকা খেয়ে আমাদের বাসা পরিষ্কার পরিছন্ন রাখে, তবুও টিকটিকিকে উপদ্রব ও বিরক্তিকর ছাড়া আর কিছুই ভাবা হয় না। তাছাড়া টিকটিকির মল বিষাক্ত।

সুতরাং জেনে নিন টিকিটিকি তাড়ানোর সহজ ঘরোয়া উপায়।

* কফি পাউডার:  কফি পাউডারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন টোবাকো পাউডার। এবার পানি দিয়ে মেখে ছোটো ছোটো বল আকৃতি বানিয়ে নিন। তারপর কোনো কাঠি বা টুথপিক জাতীয় জিনিসে ওই বলগুলো আটকে রাখুন। এবার টিকটিকির যাতায়াতের পথে রেখে দিন কাঠিতে আটকানো ওই বলগুলো। অথবা অন্ধকার জায়গাতেও ফেলে রাখতে পারেন কয়েকটি বল। এগুলো খেলেই মারা যাবে টিকটিকি।

* ডিমের খোসা: প্রথমে ডিমের ভেতরের অংশ একটি পাত্রে বার করে রাখুন। এবার খোসার ভিতরের অংশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ওই খোসা দেওয়ালের কোথাও গেঁথে রাখলে সেই জায়গা দিয়ে টিকিটিকি চলাচল করবে না। তবে ঘরে ডিমের খোসা এমনভাবে রাখবেন যেন মনে হয় আপনি ঘর সাজিয়েছেন তা দিয়ে। তাতে একসঙ্গে দুটি কাজ হবে।

* ন্যাপথালিন:  পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে আমরা আলমারিতে জামাকাপড়ের ভাঁজে রেখে থাকি ন্যাপথালিন। একইভাবে সিঙ্ক ও স্টোভের নিজে বা যেখানে টিকটিকির উপদ্রব বেশি সেখানে ন্যাপথালিন বল ফেলে রাখুন। তাহলে সেখানে আর টিকটিকি আসবে না।

* ময়ূরের পালক:  ময়ূরের পালক দেখলে ভয় পায় টিকটিকি। তাই ঘরের দেওয়ালে সাজিয়ে রাখতে পারেন এই পালক। বা ফুলদানিতেও সাজিয়ে রাখা যেতে পারে ময়ূরের পালক। এভাবেও ঘর থেকে তাড়ানো যেতে পারে টিকটিকি।

* বরফ ঠান্ডা পানি: টিকিটিকি দেখলেই তার গায়ে স্প্রে করতে পারেন বরফ ঠান্ডা পানি। এতে টিকটিকির শরীরের তাপমাত্রা কমে যাবে। ফলে নড়াচড়া করার ক্ষমতা হারাবে টিকটিকি। তখন সহজেই ধরে বাড়ির বাইরে ফেলে দিতে পারেন।

* পিঁয়াজ: পিঁয়াজ পাতলা পাতলা করে কেটে টিকটিকির যাতায়াতের পথে ফেলে রাখতে পারেন। পিঁয়াজে থাকে সালফার। ঝাঁঝালো গন্ধে ঘর থেকে দূরে চলে যাবে টিকটিকি।

* রসুন: একটি স্প্রে বোতলে পিঁয়াজের রসের সঙ্গে রসুনের এসেন্স মিশিয়ে নিন। এবার ঘরের কোণায় কোণায় স্প্রে করে রাখুন। অথবা কোথাও কোথাও রসুনের খোসা ছাড়ানো কোয়া রেখে দিতে পারেন। এর গন্ধে উধাও হয়ে যাবে টিকটিকি।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment