Friday, 1 April 2016

April Full

এপ্রিল ফুল : বোকা বানাতে গিয়ে বিপদে পড়েছেন যারা

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:01 Apr 2016   08:21:38 AM   Friday   ||   Updated:01 Apr 2016   06:19:03 PM   Friday
এপ্রিল ফুল : বোকা বানাতে গিয়ে বিপদে পড়েছেন যারা
মনিরুল হক ফিরোজ : ‘এপ্রিল ফুলস ডে’ দিনটি সংক্ষেপে এপ্রিল ফুল নামে পরিচিত। এই দিনটি অন্যের সঙ্গে কৌতুক করার একটি দিন হিসেবে স্বীকৃত।

প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল পালিত হয়, এপ্রিল ফুলস ডে।

এপ্রিলের প্রথম দিনটিতে অন্যেকে বোকা বানানোর চেষ্টা করা হয়ে থাকে। তবে এই দিনটিতে অন্যেকে বোকা বানাতে গিয়ে, উল্টো নিজেই বিপাকে পড়ার ঘটনাও রয়েছে অনেক। তার মধ্যে থেকে কয়েকটি ঘটনা জেনে নিন।

কলেজে গোলাগুলি হচ্ছে
২০১৪ সালের ১ এপ্রিল, যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার কলেজ শিক্ষীকা অ্যাঞ্জেলা টিমেন্স ‘এপ্রিল ফুলস ডে’ পালন উপলক্ষে তার মেয়ের সঙ্গে মজা করার কথা ভেবে, মেয়ের মোবাইলে এসএসএম করে জানায় যে, কলেজে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। তার মেয়ে এসএমএস দেখে আতংকিত হয়ে তার সঙ্গে যোগাযোগ না করে সরাসরি পুলিশে ফোন করে। মিনিটের মধ্যে কলেজটিতে পুলিশ হাজির হয়, কিন্তু সেখানে কোনো গোলাগুলির সত্যতা খুঁজে পায়নি। এ ঘটনায় অ্যাঞ্জেলা টিমেন্সকে পুলিশ গ্রেফতার করে শান্তিভঙ্গ এবং কলেজে হয়রানি সৃষ্টির অপরাধে।

ছুটিতে থাকা সহকর্মীকে জরুরি অফিসিয়াল প্রতিবেদন তৈরি করার নির্দেশ
অন্টারিওর লন্ডন সিটি হলের কর্মকর্তা গ্লেন হাওলেটস- এর সহকর্মীরা এপ্রিল ফুলস ডে উপলক্ষে পরিকল্পনা করে, ছুটিতে বাইরে থাকা গ্লেন হাওলেটসকে বোকা বানাবেন। সেজন্য গ্লেন হাওয়লেটসকে ফোন করে জানানো হয়, তার অসম্পূর্ণ থাকা জরুরি একটি প্রতিবেদন সেদিনই তৈরি করে জমা দিতে হবে।

নীতিবান গ্লেন তা শুনে দ্রুত তার ছুটি বাদ দিয়ে অফিসে চলে এসে কাজ শুরু করেন। কিন্তু কাজের বিশালতার চাপে ও টেনশনে তার হার্টঅ্যাটাক হয়। এই ধকল পরবর্তীতে কাটিয়ে উঠতে না পেরে অনেক আগেই তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন। তবে তার এ ক্ষতির জন্য তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও ঠুকে দেন। এ ঘটনার পর অফিসে বাস্তবধর্মী কৌতুক নিষিদ্ধ করেছে সিটি হল।

মধ্যেপ্রাচ্য উত্তেজনা সৃষ্টি করার বার্তা
১৯৮৬ সালে ইসরায়েলের এক গোয়েন্দা কর্মকর্তা ১ এপ্রিল উপলক্ষ্যে বোকা বানানোর পরিকল্পনা করে খবর রটায়, লেবালনের পলিটিক্যাল পার্টির নেতা নাবি বেরি, একটি গুপ্ত হত্যা চেষ্ঠার ঘটনায় মারাত্মক জখম হয়েছে। এই ভুয়া খবরটি প্রত্যাহারের আগ পর্যন্ত ইসরায়েলের রেডিওতে হিব্রু ও ইংরেজিতে প্রচার হতে থাকে। এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইটজাক রাবিন কোর্ট মার্শালের শাস্তি ঘোষণা করেন নাম না জানা ওই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে।

টাইটানিকের রেপ্লিকা দেখার সুযোগ
মুখে বলার জন্য এটা খুব সাধারণ মজা হতে পারে। আর সেটাই করেছিলেন ২০০১ সালের ১ এপ্রিলে যুক্তরাজ্যের সাউদার্ন এফএম রেডিওর এক আরজে। মজা করে বলেছিলেন, ইস্ট সাক্সেস এর চুনা পাথরের অঞ্চলের চূড়া থেকে টাইটানিকের একটি রেপ্লিকা দেখা যেতে পারে। তিনি মজা করে এটা বললেও, ১০০শ’র বেশি শ্রোতা তা বিশ্বাস করে বসেন। এবং কেউ কেউ প্রায় ৪০ মাইল ড্রাইভ করে তা দেখার আশায় ছুটে যায় এবং বোকা মনে যায়। এ ঘটনায় সেখানকার নিরাপত্তা কর্মীরাও বিরক্ত হয়েছিলেন, কারণ অনেক মানুষের চাপে জায়গাটিতে ফাটল ধরেছিল এবং ফাটল ধরা অংশটি পরবর্তীতে সাগরে ধসে পড়ে।

বিগ বেন ঘড়ির কাটা উপহার
১৯৮০ সালের ১ এপ্রিল বিবিসি-র ওভারিসজ নিউজ সার্ভিস খবর প্রকাশ করে, লন্ডনের ওয়েস্টমিন্সটরের মাথায় বিগ বেন ঘড়িটি ডিজিটাল করে দেওয়া হচ্ছে। এমনকি পুরনো ঘড়ির কাঁটাগুলো প্রথম যে চারজন শ্রোতা টেলিফোন করবেন, তাদের দিয়ে দেয়া হবে। এক জাপানি নাবিক তখন অ্যাটলান্টিক মহাসাগর থেকে যোগাযোগ করেন, বিগ বেনের কাঁটা পাবার আশায়। কিন্তু এ ঠাট্টায় ব্রিটেনের লোকজন এতই চটেন যে, বিবিসি-কে বেশ কয়েক দিন ধরে ক্ষমা প্রার্থনা করতে হয়।

শহরে অ্যালিয়েনের প্রবেশ
২০১০ সালের ১ এপ্রিল জর্ডানের আল ঘাদ পত্রিকা ‘এপ্রিল ফুলস ডে’ উপলক্ষে বোকা বানানোর জন্য ভীতিকর খবর পরিবেশন করে বিপাকে পড়েছিল। পত্রিকাটির খবরে জানানো হয়, ভীনগ্রহের একটি মহাকাশ যান শহরে প্রবেশ করেছে। এ খবরে উক্ত শহরটির ১৩ হাজার বাসিন্দার হাসি মুখ থেকে উধাও হয়ে যায়। এমনকি শহরটির মেয়রও বোকা বনে গিয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠায়। শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় সেদিন এবং মানুষজন আতংকে পড়ে এই ভেবে যে, ভীনগ্রহের প্রাণী তাদের ওপর আক্রমন করতে পারে।

তথ্যসূত্র : মেট্রো




রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment