৫৫ ক্যানসেরি-ই: ভয়ানক এক গ্রহ (ভিডিও)
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:03 Apr 2016 03:11:13 PM Sunday

গ্রহটির ব্যাপারে জ্যোতির্বিজ্ঞানীদের এতদিন দুটো ধারণা ছিল। মনে করা হতো ‘৫৫ ক্যানসেরি-ই’ গ্রহটি হীরার তৈরি কিংবা এটি পানিতে পরিপূর্ণ। কিন্তু সাম্প্রতিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীদের গ্রহটির যে তথ্য পেয়েছেন, তাতে তাদের অভিমত, এরকম ভয়ানক গ্রহটি মহাকাশে আর দ্বিতীয়টি নাই।
মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির একপাশ পুরোপুরি উত্তপ্ত লাভায় পরিপূর্ণ এবং সেখানে লাভার স্রোত প্রবাহিত হয়! অন্য পাশ শিলায় পরিপূর্ণ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পিটজার মহাকাশ টেলিস্কোপের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহটির তাপমাত্রা পরীক্ষা করে দেখেছেন, অত্যন্ত উত্তপ্ত এই গ্রহটির দুই প্রান্তে দুই ধরনের তাপমাত্রা বিরাজ করছে। দিনের প্রান্তের তাপমাত্রা প্রায় ২ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস! এখানে লাভার নদী রয়েছে। আর রাতের প্রান্তের তাপমাত্রা ১ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াস। এখানে ঘনীভূত লাভার শিলা রয়েছে। পৃথিবীর তুলনায় দ্বিগুণ বড় ও ৮ গুণ বেশি ঘন লাভায় ডুব থাকা গ্রহটির বায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত।
দেখুন: ৫৫ ক্যানসেরি-ই গ্রহটির ভিডিও
http://www.risingbd.com/%E0%A7%AB%E0%A7%AB-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%87-%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/154635
https://www.youtube.com/watch?v=7mqojZkY4-M
রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment