লাল গালিচায় সংবর্ধনার রীতি শুরু যেভাবে
শামীমা নাসরিন রিপা : রাইজিংবিডি ডট কম
Published:24 Mar 2016 08:30:38 PM Thursday || Updated:25 Mar 2016 10:10:49 AM Friday

লাল গালিচার সংবর্ধনার ইতিহাসের সঙ্গে জড়িত রাজা অ্যাগামেনন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনরো ও পরিচালক সিদ গ্রাউম্যান
তখনকার দিনে অবশ্য লাল গালিচায় হাঁটার ব্যাপারটা এখনকার মতো এতো আকর্ষণীয় ছিল না। মানুষ মরণশীল, তাই যেকোনো রাজকীয় ও আকর্ষণীয় জিনিসের উপর পা রাখাকে অনুচিত মনে করা হতো। বিশ্বাস করা হতো যে, এমনটি শুধুমাত্র ঈশ্বর করতে পারেন। মানুষ এর বিপরীত করলে তার জীবনের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
ক্লাইতেমেনেস্ত্রা রাজা অ্যাগামেননের আগমণ উপলক্ষ্যে রাস্তা থেকে প্রাসাদের প্রধান ফটক পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেন এবং দুই পাশে ফুল হাতে দাসীদের দাঁড় করিয়ে রাখেন। বাহন থেকে নেমে রাজা অ্যাগামেনন অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর মন রক্ষা করতে জুতা খুলে লাল গালিচার উপর দিয়ে হেঁটে প্রাসাদে প্রবেশ করেন। কিন্তু ঈশ্বরের অভিশাপের বিষয়টি প্রমাণ করে সেদিনই খুন হন তিনি। ইতিহাস বলে লাল গালিচায় হাঁটার ঘটনা এটাই প্রথম।
অষ্টাদশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো যখন প্রমোদতরীতে করে জর্জটাউনে পৌঁছান তখন তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য সেখানে লাল গালিচা বিছানো হয়েছিল। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে প্রায় হারিয়ে যেতে থাকা লাল গালিচা ব্যবহারের রীতি ফিরিয়ে আনেন নিউইয়র্ক সেন্ট্রাল রেলরোড। তারা বিংশ শতাব্দীর নতুন ও সীমিত সংখ্যার একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়। সেই ট্রেনের যাত্রীদের অভ্যর্থনা দেওয়ার জন্য রাস্তা থেকে ট্রেনে ওঠার আগ পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। যাতে অভিজাত শ্রেণীর যাত্রীরা তাদের গাড়ি দিয়ে সরাসরি সেই ট্রেনের কাছে নামতে পারেন। এই ঘটনার পরই লাল গালিচার সাথে অভিজাত শ্রেণীর নাম জড়িয়ে যায়।
রাজা অ্যাগামেননের লাল গালিচার উপর দিয়ে হাঁটার চিত্র
১৯২২ সালে সিদ গ্রাউম্যান নামের একজন পরিচালক ‘রবিন হুড’ চলচ্চিত্রের প্রিমিয়ারে তারকাদের অভ্যর্থনা জানানোর জন্য লাল গালিচার ব্যবস্থা করেছিলেন। এর মাধ্যমে চলচ্চিত্র তারকাদের অভ্যর্থনায় প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল লাল গালিচা।
এর অনেক পরে ১৯৬১ সালে অস্কার নাইট-এ পুনরায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ১৯৬৪ সালে অস্কার প্রদান অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লাল গালিচায় তারকাদের হাঁটার ব্যাপারটি। দিন দিন এর জনপ্রিয়তা বাড়তে থাকে।
অস্কার অনুষ্ঠান ছাড়াও বর্তমানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের জন্য লাল গালিচার সংবর্ধনার ব্যবস্থা করা হয়।
রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৬/তারা
No comments:
Post a Comment