Sunday, 20 March 2016

Lalon Festival

কুষ্টিয়ায় লালন উৎসব শুরু মঙ্গলবার

কাঞ্চন কুমার : রাইজিংবিডি ডট কম
Published:21 Mar 2016   11:18:55 AM   Monday   
কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়া

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়া

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়ায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাউল উৎসব ও গ্রামীণ মেলা।

এ আয়োজনকে ঘিরে ছেঁউড়িয়ায় মরা কালীগঙ্গা নদীর তীরের আখড়া বাড়িতে উৎসবের সব প্রস্তুতি শেষ হয়েছে। মরমি সাধক লালন সাঁইজির জীবদ্দসায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমায় ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে সারা রাত তত্ত্ব কথা আলোচনা ও গান বাজনা করতেন। তার মৃত্যুর পরও ভক্ত-শিষ্যরা এ বিশেষ দিনটি পালন করে আসছেন।

এ উৎসবের সব প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে লালন একাডেমি। এ ছাড়া এ উৎসবকে নির্বিঘœ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। একাডেমির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম হক বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ জন্য পাচঁদিনের উৎসবকে ছোট করে তিনদিনের করা হয়েছে।





রাইজিংবিডি/কুষ্টিয়া/২১ মার্চ ২০১৬/কাঞ্চন কুমার/শাম্মী

No comments:

Post a Comment