Tuesday, 1 March 2016

multi color in one pen

এক কলমেই হবে যে কোনো রঙের লেখা (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:01 Mar 2016   06:08:30 PM   Tuesday   ||   Updated:01 Mar 2016   06:17:31 PM   Tuesday
এক কলমেই হবে যে কোনো রঙের লেখা (ভিডিও)
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : একবার ভাবুন তো বিষয়টা কেমন চমকপ্রদ হবে, কলম দিয়ে বিশ্বের যেকোনো রঙে আপনি লিখতে পারছেন বা আকঁতে পারছেন!

তবে ভাবনা নয়, বাস্তবেই এ সুবিধা পাবেন। আর এজন্য পরিচিত হয়ে নিন, স্মার্ট কলমের সঙ্গে। আধুনিক এই স্মার্ট কলমটির নাম ‘স্ক্রাইবেল পেন’। এতে বিশেষ ইঙ্ক কার্টিজ রয়েছে এবং স্ক্যানার রয়েছে, ফলে কলমটির সাহায্যে যেকোনো রঙে লেখা ও আকাঁ যাবে।

এই স্মার্ট কলমটি দিয়ে যেকোনো কিছুকে স্পর্শ করলেই, তৎক্ষণাৎ কলমটি হয়ে যাবে সেই রঙের কালিতে পূর্ণ। কলমটি স্ক্র্যানার প্রযুক্তির হওয়ায়, প্রতি মুহূর্তে যেকোনো কিছুকে স্পর্শ করেই, সেই কালিতে লেখা ও আকাঁর সুবিধা পাওয়া যাবে। এর কালি পানি প্রতিরোধী হওয়ায়, তা বিবর্ন হবে না এবং সহজে ফুরোবে না।

শুধু তাই নয়, স্ক্রাইবেল পেন নামক এই স্মার্ট কলমটি স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গেও কানেক্ট করা যাবে। ফলে স্ক্যান করা যেকোনো রঙ স্মার্টফোন ও ট্যাবলেটে পাঠানো যাবে। কাগজের পাশাপাশি স্মার্টফোন ও ট্যাবলেটের স্ক্রিনেও ব্যবহার করা যাবে।  একবার চার্জে এই কলমটি ৭ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

বর্তমানে স্ক্রাইবেল পেনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। মূল্য ২৪৯ ডলার। তবে এর আরো দুটো ভার্সন রয়েছে। ১১৯ ডলার মূল্যে যে ভার্সনটি রয়েছে, তাতে এটি ট্যাবলেটের সঙ্গে ব্যবহার করা যাবে, তবে স্মার্ট ইঙ্ক কার্টিজ সুবিধা পাওয়া যাবে না। আরেকটি ভার্সন প্রি-অর্ডার করা যাবে ৩০০ ডলার মূল্যে, যা কম্বো পেপার ও ট্যাবলেট সাপোর্ট সুবিধাসম্পন্ন। প্রি-অর্ডার ও আরো জানতে ভিজিট: https://thescribblepen.com

http://www.risingbd.com/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%AE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/149796

রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment