যে গ্রামের ছেলেদের মেয়েরা বিয়ে করতে চায় না
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:30 Mar 2016 02:28:14 PM Wednesday || Updated:30 Mar 2016 02:47:36 PM Wednesday

দূর থেকে বাড়িতে পানি বয়ে নিয়ে যাচ্ছেন তেরিয়ামারে গ্রামের নারীরা
এক দশকেরও বেশি সময় ধরে খরার কারণে তেরিয়ামারে গ্রামে পানির সংকট রয়েছে। সংকট এতটাই যে গ্রামের মেয়েদের মাইলের পর মাইল হেঁটে গিয়ে পানি আনতে হয়। তেরিয়ামার গ্রামে ৪০০ ফুট গভীরতার যে কটি নলকূপ ছিল সব কটিই শুকিয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে জনজীবনে। তেরিয়ামারের এই দুরবস্থার খবর জানতে বাকি নেই আশপাশের গ্রামের। তাই সে গ্রামে কেউই তাদের মেয়ের বিয়ে দিতে চান না। ফলে অবিবাহিতই থেকে যাচ্ছেন মোহনরা। এমনকি এই এলাকার মেয়েরাও এ সমস্যা থেকে পরিত্রাণে তাকিয়ে থাকেন অন্য এলাকায় বিয়ের ব্যাপারে। কবে এই সমস্যা থেকে মুক্তি ঘটবে, তাও জানা নেই কারো।
ছাত্তরপুর জেলা প্রশাসক জানিয়েছেন, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ওই গ্রামে নলকূপ বসানোর জন্য একটা জায়গা চিহ্নিত হয়েছে। তবে কাজ শুরু হতে সময় লাগবে।
সূত্র: আনন্দবাজার
রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৬/শাহেদ/ এএন
No comments:
Post a Comment