Wednesday, 9 March 2016

Hardware dev in BD

দেশের হার্ডওয়্যার খাতের উন্নয়নে সরকারের মাইলফলক সিদ্ধান্ত

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:09 Mar 2016   07:55:05 PM   Wednesday   ||   Updated:09 Mar 2016   08:18:49 PM   Wednesday
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : হার্ডওয়্যার ছাড়া প্রযুক্তি সেবা অচল হলেও দীর্ঘদিন ধরেই দেশে এই খাতটি অবহেলিত থেকেছে। সফটওয়্যারকে ঘিরে নানাবিধ প্রণোদনা থাকলেও এই খাতটিতে দেয়া সুবিধাও সময়ে উঠিয়ে নেয়া হয়, যা ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সঙ্গে বেমানান ছিল।

ফলে বিষয়টি সরকারকে বোঝাতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) অনেক দিন ধরেই চেষ্টা করে আসছে। এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই প্রযুক্তি ব্র্যান্ড প্রতিষ্ঠার সুযোগ চেয়ে গত দুই বছর ধরে ‘মেক বাই বাংলাদেশ’ স্লোগানে কাজ করছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে যৌথভাবে আয়োজিত ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো’ মেলায় দেশীয় প্রযুক্তি ব্র্যান্ড প্রতিষ্ঠার সম্ভাবনার কথা তুলে ধরতে সক্ষম হয়েছে বিসিএস।

বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬-এর সমাপনী দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদও বিসিএসের দাবীই পুণর্ব্যক্ত করেন।

সেই ধারাবাহিকতায় ৯ মার্চ বুধবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ হাইটেক পার্ক গভর্নিং বডির প্রথম সভায় হার্ডওয়্যার খাতের দেশী ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার প্রণোদনা ও উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এ পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ এক বিবৃতিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীর প্রতি।

এএইচএম মাহফুজুল আরিফ বলেন, ‘হার্ডওয়্যার খাতের দেশী ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার যে প্রণোদনা ও উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তা যুগপদ এবং দূরদর্শী একটি সিদ্ধান্ত। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রযুক্তি জ্যামিতিক হারে বিকশিত হবে। এ জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী বাজেটেই আমরা এই সিদ্ধান্তের প্রতিফলন দেখতে পাব। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতটি শিল্প মর্যাদা নিয়ে পোশাক শিল্প খাতকে অতিক্রম করার মাধ্যমে কায়িক শ্রম নির্ভর বাংলাদেশকে মেধা নির্ভর অর্থনীতি প্রতিষ্ঠায় অবদান রাখবে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ হাইটেক পার্ক গভর্নিং বডির প্রথম সভায় দেশে অ্যাসেম্বেলকৃত প্রযুক্তি পণ্য উৎপাদনে সরকার উৎসে কর মওকুফ সুবিধাসহ নানামুখী প্রণোদনা প্যাকেজ গ্রহণ এবং সফটওয়্যার ও আইটিইএস খাতে প্রদত্ত সুবিধাও হার্ডওয়্যার খাতে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment