বিয়ের আংটি যে কারণে অনামিকায় পরা হয়
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:16 Mar 2016 06:28:16 PM Wednesday || Updated:16 Mar 2016 06:33:43 PM Wednesday

প্রতীকী ছবি
অনেক চিন্তাভাবনা করে সঙ্গীকে বিয়ের আংটি দেওয়া হয়, কিন্তু বিয়ের আংটি হাতের আঙুলে পরানোর সময় তা নিয়ে কোনো চিন্তার প্রয়োজন পড়ে না। কারণ বিয়ের আংটি সর্বদা হাতের অনামিকা আঙুলে (হাতের ছোট আঙুলের আগের আঙুলে) পড়ানো হয়।
কিন্তু জানেন কী, কেন বিয়ের আংটি হাতের অনামিকা আঙুলে পরানো হয়?
রোমান বিশ্বাস
এ ঐতিহ্যের পেছনে একটা রোমান একটা বিশ্বাস রয়েছে বলে মনে করা হয়। বিজ্ঞান যে সময়টায় ততটা উন্নত হয়নি, সেসময়ে অনেকে বিশ্বাস করতেন যে, মানুষের হাতের অনামিকা আঙুলের একটি শিরা সরাসরি হার্টের সঙ্গে যুক্ত। এটা একটা সাধারণ জ্ঞান হতে পারে। তবে এটা ছাড়াও আরো একটি চমকপ্রদ তত্ত্ব রয়েছে, অনামিকায় বিয়ের আংটি পরার যুক্তি হিসেবে।
চীনা বিশ্বাস
চীনের মতবাদ অনুসারে, মানুষের হাতের প্রতিটি আঙুল এক একটি নির্দিষ্ট সম্পর্ক প্রকাশ করে। অনামিকা আঙুলটি জীবনসঙ্গীকে রিপ্রেজেন্ট করে। এছাড়া অন্যান্য আঙুলগুলো যেমন বৃদ্ধাঙুল পিতামাতাকে রিপ্রেজেন্টে করে, তর্জনী আঙুলটি ভাইবোনোর জন্য, মধ্যমা আঙুলটি নিজেকে উপস্থাপন করে এবং কনিষ্ট আঙুল সন্তানের তাৎপর্য বহন করে।
নিচের ভিডিওটি থেকে এ ব্যাপারে আরো স্পষ্ট ধারণা পাবেন:
রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment