Wednesday, 9 March 2016

Long hair benefit

   লম্বা চুল অতীন্দ্রিয় উপলব্ধি দেয়!

ইবনে মিজান : রাইজিংবিডি ডট কম
Published:10 Mar 2016   12:13:39 AM   Thursday   ||   Updated:10 Mar 2016   10:36:36 AM   Thursday
মডেল : সুজিত, ছবি : অপূর্ব খন্দকার

মডেল : সুজিত, ছবি : অপূর্ব খন্দকার

ইবনে মিজান : দৈহিক সৌন্দর্যের জন্য অনেকেই লম্বা চুল রাখেন। কেউ কেউ আবার শখ করেই লম্বা চুল রাখেন। আপনি যখন লম্বা চুলের কাউকে দেখেন তখন কী ভাবেন? তারা কী অনেক সুখী, এমন কিছু?

লম্বা চুল নিয়ে আগাম অনুমান ও স্নায়ুতন্ত্র বিষয়ক কিছু চমৎকার তথ্যও রেয়েছে। যদি বলি চুল হল স্নায়ুতন্ত্রের অতিরিক্ত অংশ এবং লম্বা চুল আপনাকে সূক্ষ্ম অতীন্দ্রিয় কাজে সাহায্য করবে। আদি আমেরিকানরা এ কারণেই লম্বা চুল রাখে।

ভিয়েতনাম যুদ্ধের সময় বিশেষ বাহিনী মোতায়েন করা হয় যারা প্রতিভাবান যুবক ও স্কাউট খুঁজে বেড়াতো। বিশেষ করে যাদের প্রখর ট্রাকিং অর্থাৎ সুচতুর অনুমান ক্ষমতা রয়েছে। কিন্তু নতুন প্রতিভার লোকদের যখন নেয়া হল তারা সঠিক ট্র্যাকিং করতে ব্যর্থ হচ্ছিল।

এরপর আদি আমিরিকান নতুন সৈন্যরা তাদের চুল না কাটার যুক্তি দেখালো। তারা যুক্তি দেখালো এতে তাদের শত্রু পক্ষকে ট্রাকিং করতে সাহায্য করবে। সামরিক বাহিনী তাদের এই কথা বিশ্বাস করেনি এবং চুল না কাটার যুক্তিও মেনে নেয়নি।

যখন তারা তাদের এই ট্রাকিং করার ক্ষমতা হারাতে শুরু করে, সামরিক বাহিনী এই চুল না কাটার বিষয়টি আবার ভাবতে শুরু করে। সামরিক বাহিনী সিদ্ধান্ত নেয় তাদের পরীক্ষা নেয়ার জন্য।

পরীক্ষার অংশ হিসেবে একবার সৈন্যরা জঙ্গলে ঘুমাচ্ছিল। আর অন্য দিক থেকে শত্রুরা আসছিল। তখন লম্বা চুল ওয়ালা এক আদি আমিরিকান সৈন্য ঘুম থেকে জেগে ওঠে আর বিপদ আগে থেকেই বুঝতে পারে।

অন্য আরেকটি পরীক্ষায় লম্বা চুল ওয়ালা আদি আমেরিকান এর দিকে শত্রু পক্ষ আক্রমণের জন্য আসতে ছিল। আদি আমেরিকানরা সৈন্যরা তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে শত্রুর আগমন বুঝতে পারে ও শত্রুকে পরাস্ত করতে পারে।

এরপর সৈন্যদের চুল ছোট করে আবার তাদের এই ধরনের পরীক্ষা নেয়া হয়। কিন্তু তারা পর্যায়ক্রমে পরীক্ষায় ফেল করতে শুরু করে।

পরবর্তীতে আদি আমেরিকানদের চুল কাটা থেকে অব্যহতি দেয়া হয়, বিশেষ করে যারা ট্র্যাকিং এর সঙ্গে যুক্ত।



আসলেই কী লম্বা চুল অতীন্দ্রিয় কাজে সাহায্য করে?
মানুষের শরীরের প্রতিটা অংশই কিছু না কিছু কাজ করে। যখন কোনো অংশ শরীর থেকে আলাদা করা হয় তখন মানুষ তার প্রকৃত শক্তি হারায়। চুল স্নায়ুতন্ত্রের বর্ধিতাংশ, ত্বকের মত চুলও অনুভূতি ও বিভিন্ন তথ্য আমাদের ব্রেইন সিস্টেমে পরিবহন করে নিয়ে আসে।

অথচ অনেকেইভাবে চুল শরীরের মৃত অংশ। এবং কোনো কাজে লাগে না।




রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment