হুয়াউয়ে স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মেসি
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:19 Mar 2016 06:45:39 PM Saturday || Updated:19 Mar 2016 06:53:04 PM Saturday

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের হ্যান্ডসেট বিজনেস বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো বলেন, ‘লিওলেন মেসি আমাদের ব্র্যান্ডকে সাহায্য করবে মানুষকে উৎসাহিত করার মাধ্যমে, যাতে মানুষ সেরা ব্র্যান্ডটির সঙ্গে থাকে, বিশেষ করে ইউরোপ, এশিয়া ও ল্যাটিন আমেরিকায়। সেরা ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে শীর্ষ জনপ্রিয় ব্যক্তির এই যৌথ প্রচেষ্ঠা শুরুর ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
হুয়াউয়ের বর্তমান আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেইট ৮ এর প্রচারণায় খুব শিগগির লিওলেন মেসিকে দেখা যাবে বলে জানা গেছে।
২০১৫ সালে সারাবিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রপ্তানী করে ৭০ শতাংশ প্রবদ্ধি অর্জন করেছে হুয়াউয়ে। বর্তমানে বিশ্বের শীর্ষ তিনটি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রয়েছে হুয়াউয়ে।
২০১৬ সালের জানুয়ারিতে আইডিসির রিপোর্ট আনুযায়ী, ৮.১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্মার্টফোনের বিশ্বে তৃতীয় পজিশনের দখল রয়েছে হুয়াউয়ের। ১৮.৭ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় পজিশনে অ্যাপল এবং ২১.৪ শতাংশ মার্কেট নিয়ে প্রথম পজিশনে রয়েছে স্যামসাং।
রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment