Saturday, 26 March 2016

facebook info

ছদ্মবেশী প্রোফাইল শনাক্তে ফেসবুকের নতুন ফিচার

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:26 Mar 2016   01:15:48 PM   Saturday   ||   Updated:26 Mar 2016   01:19:17 PM   Saturday
ছদ্মবেশী প্রোফাইল শনাক্তে ফেসবুকের নতুন ফিচার
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুকে একটা বড় সমস্যা, ফেক অ্যাকাউন্ট। এবং যখন ফেক অ্যাকাউন্ট অন্য কারো নামে ব্যবহার হয়, তখন সেটা বেশ ভোগান্তিতে ফেলে।  

রিপোর্ট করলে অবশ্য ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু কে কখন কার নামে, আবার অ্যাকাউন্ট খুলে ভোগান্তি ফেলবে, সেটা জানা মুশকিল।

এ সমস্যা সমাধানে পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক। নতুন এই ফিচারটির সুবিধা হচ্ছে, এটি ছদ্মবেশী অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে অ্যালার্ট মেসেজ দেবে। যদি আপনার নামে বা আপনার প্রোফাইলের কনটেন্ট ব্যবহার করে ফেসবুকে অন্য কেউ অ্যাকাউন্ট খুলে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে, ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে অ্যালার্ট মেসেজ পাঠাবে।

অর্থাৎ নতুন এই ফিচারটি খুঁজে যদি দেখে যে, কেউ আরেকজনের নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে, তাহলে প্রকৃত ব্যবহারকারীকে মেসেজ পাঠিয়ে জানানো হবে যে, সেই অ্যাকাউন্টটিও আসলে তার কিনা। খুব শিগগির সব ব্যবহারকারীরা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে অনেক বেশি নিরাপদ রাখতেই, ফেসবুকের এই নতুন ফিচার।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment