Wednesday, 30 March 2016

Lemon price us$500 in India

একটি পাতিলেবুর দাম ৩৯ হাজার টাকা!

শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:30 Mar 2016   02:08:57 PM   Wednesday   
একটি পাতিলেবুর দাম ৩৯ হাজার টাকা!
আন্তর্জাতিক ডেস্ক : একটি পাতিলেবুর দাম কতোই বা হতে পারে? অমৌসুমেও বড়জোর  ৫ টাকা হবে। কিন্তু যদি বলি একটা পাতিলেবুর দাম ৩৯ হাজার টাকাও হতে পারে ! আশ্চর্য হচ্ছেন? অবাক করার মতো এই ঘটনাটি ভারতের তামিলনাড়ুতে।

তামিলনাড়ুর ভেল্লুপুরমের এক মন্দিরে প্রতি বছর কয়েক দিনের জন্য একটি বিশেষ নিলামের ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের দেবতা মুরুগার অস্ত্রে বছরভর বিদ্ধ থাকে কয়েকটি পাতিলেবু। প্রতি বছর ১১ দিনের একটি বিশেষ উত্সবের মাধ্যমে নিলাম করা হয় ওই লেবুগুলি। স্থানীয় মানুষের বিশ্বাস, এই লেবুগুলি পরিবারে শান্তি বজায় রাখতে সাহায্য করে। ফলে প্রতি বছরই নিলামে সেগুলি কেনার জন্য রীতিমতো ‘লড়াই’ হয় ভক্তদের মধ্যে। এ বারে তেমনই নিলামে একটি লেবু ৩৯ হাজারে কিনেছেন জয়রামন নামে স্থানীয় এক বাসিন্দা। নিলামে মোট ৫৮ হাজার টাকা আয় করেছেন মন্দির কর্তৃপক্ষ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৬/শাহেদ

No comments:

Post a Comment