Saturday, 26 March 2016

moon - moving far

পৃথিবীর কাছ থেকে হারিয়ে যাচ্ছে চাঁদ!

ইবনে মিজান : রাইজিংবিডি ডট কম
Published:26 Mar 2016   03:16:21 PM   Saturday   ||   Updated:26 Mar 2016   04:52:37 PM   Saturday
পৃথিবীর কাছ থেকে হারিয়ে যাচ্ছে চাঁদ!
ইবনে মিজান : আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা...... চাঁদকে দেখিয়ে এমন গান হয়তো ভবিষ্যতে বাচ্চাকে আর শোনাতে পারবেন না। কারণ চাঁদ ধীরে ধীরে পৃথিবীর কাছ থেকে দূরে চলে যাচ্ছে।

খ্যাতনামা একজন জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন, পৃথিবীর প্রতিবেশী চাঁদ ধীরে ধীরে মহাকর্ষীয় টান উপেক্ষা করে কক্ষ পথ থেকে সরে যাচ্ছে।

এর অর্থ হচ্ছে, এক সময় চাঁদ আমাদের দৃষ্টির অগোচরে মহাকাশে হারিয়ে যাবে বা অন্য কোনো গ্রহের সঙ্গে ধাক্কা লাগতে পারে কিংবা সূর্য একে গিলে ফেলতে পারে।

গ্রহাণু গবেষক ম্যাট সিগ্লার এর প্রকাশিত ‘ন্যাচার টুডে’তে এমন কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে ৩ মিলিয়ন বছর আগে চাঁদ নিজ অক্ষ (Axis) পরিবর্তন করেছে। এর মানে হচ্ছে চাঁদের উত্তর ও দক্ষিণ মেরু ১২৫ মাইলেরও বেশি স্থানান্তরিত হয়েছে।
 

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের পত্রিকা মিররকে ম্যাট সিগ্লার বলেন, ‘আমরা মনে করি আমরা আকাশে যা দেখি তা সব সময়ই একই রকম, কিন্তু চাঁদ পরিবর্তন হচ্ছে।’

‘চাঁদ প্রতি বছর প্রায় ৩ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এক সময় চাঁদ পৃথিবীর মাধ্যাকর্ষণকে অতিক্রম করে অনেক দূরে চলে যাবে।’

ম্যাট সিগ্লার এর মতে, ‘চাঁদের এই দূরে সরে যাওয়ার হার বছরে প্রায় ৩ সেন্টিমিটার এবং তাতে মানুষ আর কয়েক বিলিয়ন বছর চাঁদকে কাছে পাবে- যদি মানুষ ততোদিন বেঁচে থাকে।’



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment