শতবর্ষ পরে জন্ম নিল কন্যাসন্তান
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:02 May 2016 04:05:43 PM Monday

অরেলিয়ার
এ খবর শুনে হয়তো অনেকে অবাক হবেন কিন্তু সত্যি এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহোর রাজ্যের আন্ডারডাহল পরিবারে।
সংবাদমাধ্যম ফক্স এইটে প্রকাশিত খবরে জানা যায়, ১৯১৪ সালে এই পরিবারে সর্বশেষ এক কন্যাসন্তান জন্মগ্রহণ করেছিল। তারপর চার প্রজন্ম ধরে শুধু পুত্রসন্তানই জন্ম নিয়েছে। কিন্তু কোনো কন্যাসন্তানের মুখ দেখতে পারেনি এই পরিবার। এ জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনাও করেছেন পরিবারের সদস্যরা। অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে ১০২ বছর পর গত ১২ এপ্রিল ঘরে আলো করে আসে একটি কন্যাসন্তান।
নতুন এ অতিথির নাম রাখা হয়েছে অরেলিয়ার। নতুন এ অতিথিকে পেয়ে আনন্দে ভাসছেন পরিবারের সদস্যরা। অরেলিয়া এখন পরিবারের সবার নয়নের মণি।
রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৬/শান্ত/মারুফ
No comments:
Post a Comment