১৪ মিলিয়ন বছরের তথ্য রয়েছে যে ওয়েবসাইটে
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:02 May 2016 03:55:09 PM Monday || Updated:02 May 2016 04:03:10 PM Monday

কিন্তু তার চেয়ে নিশ্চয় আপনার জন্য এটা অনেকটা সহজ হবে যে, কেবলমাত্র একটি ওয়েবসাইট ভিজিট করেই ১৪ মিলিয়ন বছরের নানা ইতিহাস খুঁজে পাওয়া। তাই না?
বিগত ১৪ মিলিয়ন বছরের বিশ্ব এবং মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাওয়া যাবে হিস্টোগ্রাফি ডট আইও (http://histography.io/) ওয়েবসাইটটিতে। অসাধারণ এই ওয়েবসাইটটিতে ইন্টারঅ্যাকটিভ টাইমলাইন আকারে তথ্যগুলো দেখা যাবে।
একবার ভিজিট করলেই বুঝবেন, এই ওয়েবসাইটটি কতটা চমকপ্রদ এবং আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। মাউসের সাহায্যেই আপনি সঙ্গে সঙ্গে জেনে নিন পারবেন গত ১৪ মিলিয়ন বছরের মধ্যে কোন সালে গুরুত্বপূর্ণ কী ঘটেছিল সেসব তথ্য।
রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment