Monday, 2 May 2016

14 million years data


Walton BD 5% Discount

১৪ মিলিয়ন বছরের তথ্য রয়েছে যে ওয়েবসাইটে

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:02 May 2016   03:55:09 PM   Monday   ||   Updated:02 May 2016   04:03:10 PM   Monday
১৪ মিলিয়ন বছরের তথ্য রয়েছে যে ওয়েবসাইটে
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্ব এবং মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আপনি কয়েকটি উপায়ে জানতে পারেন। এর মধ্যে একটি হচ্ছে, ইতিহাস সংক্রান্ত বেশ কয়েকটি বই পড়ে।

কিন্তু তার চেয়ে নিশ্চয় আপনার জন্য এটা অনেকটা সহজ হবে যে, কেবলমাত্র একটি ওয়েবসাইট ভিজিট করেই ১৪ মিলিয়ন বছরের নানা ইতিহাস খুঁজে পাওয়া। তাই না?

বিগত ১৪ মিলিয়ন বছরের বিশ্ব এবং মানবসভ্যতার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাওয়া যাবে হিস্টোগ্রাফি ডট আইও (http://histography.io/) ওয়েবসাইটটিতে। অসাধারণ এই ওয়েবসাইটটিতে ইন্টারঅ্যাকটিভ টাইমলাইন আকারে তথ্যগুলো দেখা যাবে।

একবার ভিজিট করলেই বুঝবেন, এই ওয়েবসাইটটি কতটা চমকপ্রদ এবং আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। মাউসের সাহায্যেই আপনি সঙ্গে সঙ্গে জেনে নিন পারবেন গত ১৪ মিলিয়ন বছরের মধ্যে কোন সালে গুরুত্বপূর্ণ কী ঘটেছিল সেসব তথ্য।



রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment