Monday, 2 May 2016

13 wife + pegnant with hero hasband

স্ত্রী ১৩ জন, সবাই সন্তানসম্ভবা

শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:03 May 2016   09:37:20 AM   Tuesday   ||   Updated:03 May 2016   09:50:48 AM   Tuesday
স্ত্রী ১৩ জন, সবাই সন্তানসম্ভবা
আন্তর্জাতিক ডেস্ক : ছবিতে এতগুলো নারীর মাঝে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি এদের সবার পতি। গুনলে নারীর সংখ্যা ১৩ হবে। অর্থাৎ ভদ্রলোক এই ১৩ নারীকে নিয়ে সংসার করছেন। আরো মজার তথ্য হচ্ছে, এই ১৩ নারীই একসঙ্গে সন্তানসম্ভবা।

মধ্যযুগে এ ধরনের গল্প খুঁজে পাওয়া গেলেও এবার একবিংশ শতাব্দীতে এ ধরনের সংবাদ জানিয়েছে ডেইলি মেইল নাইজেরিয়া নামে একটি সংবাদমাধ্যম। এতে ছবির ব্যক্তি ও তার স্ত্রীদের নাম-পরিচয় কিংবা তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ভদ্রলোক ১৩টি বিয়ে করেন। এখন তার স্ত্রীরা সবাই সন্তানসম্ভবা। তার স্ত্রীরা জানিয়েছেন, স্বামীকে তারা খুবই ভালোবাসেন। তারা সবাই পরস্পরের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলেন। এ ছাড়া তারা সবাই মিলেমিশেই স্বামীর দেখভাল করেন।

ডেইলি মেইল নাইজেরিয়া জানিয়েছে, বহু বিবাহ ওই ব্যক্তির দেশে বৈধ হলেও একসঙ্গে ১৩ স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার ঘটনা এটাই প্রথম। তাদের গর্ভধারণের সময়ের ব্যবধান তিন থেকে চার সপ্তাহ।


রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৬/শাহেদ/এএন

No comments:

Post a Comment