দেশে ফিরেছে চ্যাম্পিয়নরা
আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:02 May 2016 10:58:56 PM Monday

বিমানবন্দরে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের মেয়েরা
শিরোপা নিয়ে আজ রাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মেয়ে দল। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিরোপা জয়ের আনন্দ বিমানবন্দরেও ছড়িয়ে পড়ে। কিশোরী ফুটবলারদের হাসি আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ।
আগামীকাল বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।
এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভারতকে ৩-১ গোলে হারায় মেয়েরা। এরপর নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে গুঁড়িয়ে ফাইনালে পা রাখে তারা। গ্রুপপর্বে হারানো ভারতকে ফাইনালে পেয়ে আরেকটি বড় জয়ে চ্যাম্পিয়ন হয় মার্জিয়ার দল।
উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গত আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৬/আমিনুল
No comments:
Post a Comment