Monday, 2 May 2016

AFC under 14 female football champion Bangladesh


Walton BD 5% Discount

দেশে ফিরেছে চ্যাম্পিয়নরা

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:02 May 2016   10:58:56 PM   Monday   
বিমানবন্দরে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের মেয়েরা

বিমানবন্দরে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক : ভারতকে হারিয়ে রোববার এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

শিরোপা নিয়ে আজ রাতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মেয়ে দল। বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিরোপা জয়ের আনন্দ বিমানবন্দরেও ছড়িয়ে পড়ে। কিশোরী ফুটবলারদের হাসি আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ।

আগামীকাল বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। 



এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভারতকে ৩-১ গোলে হারায় মেয়েরা। এরপর নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে গুঁড়িয়ে ফাইনালে পা রাখে তারা। গ্রুপপর্বে হারানো ভারতকে ফাইনালে পেয়ে আরেকটি বড় জয়ে চ্যাম্পিয়ন হয় মার্জিয়ার দল।

উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গত আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।


রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৬/আমিনুল

No comments:

Post a Comment