মৃত্যুর ৯৮ বছর পর
টিপু : রাইজিংবিডি ডট কম
Published:05 May 2016 12:08:56 PM Thursday || Updated:05 May 2016 12:22:26 PM Thursday

ব্রিটিশ-ইন্ডিয়ান ফৌজের সিপাহী বদলুরাম
প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ-ইন্ডিয়ান ফৌজের সিপাহী বদলুরামের পৈত্রিক ভিটা এই ঢাকলা গ্রামে ৷ হরিয়ানার কৃষিমন্ত্রী ওমপ্রকাশ ধনকড় প্রয়াত যোদ্ধার অস্থিমাটি সেই গ্রামে পৌঁছে দিয়ে নিজেও ইতিহাস হলেন৷
সম্প্রতি মিশরে আয়োজিত এক জলবায়ু ও কৃষি সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েছিলেন হরিয়ানার কৃষিমন্ত্রী৷ সম্মেলনের মাঝে তিনি গিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিতে তৈরি হওয়া শহীদ স্তম্ভ দেখতে৷আর সেই স্তম্ভেই লেখা ছিল ভারতীয় এই বীর সৈনিকের নাম৷সেই দেখা থেকেই সৈনিকের অস্থিমাটি নিজগ্রামে ফিরিয়ে আনার উদ্যোগ নেন।
১৯১৮ সালের ২৩ সেপ্টেম্বর ফিলিপিন্সে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছিল বদলুরামের৷ যুদ্ধে অসম সাহসের পরিচয় দেওয়ায় তাকে সর্বোচ্চ ভিক্টোরিয়া ক্রস সম্মান প্রদান করেছিল ব্রিটিশ সরকার৷ তার ছেলের হাতে মেডেলটি তুলে দেওয়া হয়েছিল৷ দেশে আরও ৬ সৈনিক এই মেডেলের অধিকারী ছিলেন৷ তবে রানির নামে উৎসর্গ করা এই সম্মানটির প্রথম ভারতীয় প্রাপক ছিলেন বদলুরাম৷
সুদূর ফিলিপিন্সের যুদ্ধে নিহত বদলুরামের অস্থি মাটি আর কোনদিনও পাওয়ার আশা করেনি তার পরিবারের সদস্যরা৷ ৯৮ বছর পর নিজের দেশ ও গ্রামের মাটিতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ এ ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েছেন এলাকাবাসী৷
রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৬/টিপু
No comments:
Post a Comment