Thursday, 9 February 2017

T 20 cricket 300 run owner India

টি-টোয়েন্টিতে ব্যক্তিগত রান ৩০০!

ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০২-০৮ ১২:৩৬:৫০ পিএম     ||     আপডেট: ২০১৭-০২-০৮ ৩:২৫:৪৪ পিএম

ক্রীড়া ডেস্ক : ৭২ বলে ৩০০ রান! কখনো কল্পনা করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে এমন রান কেউ একাই করতে পারবে!

কল্পনাকেও হার মানাবে এ খবর। ভারতের মোহিত আহলাওয়াত গতকাল দিল্লিতে এক টি-টোয়েন্টি ম্যাচে ৭২ বলে করেছেন ৩০০ রান। এ রান করতে ৩৯টি ছক্কা হাঁকিয়েছেন মোহিত। চার মেরেছেন মাত্র ১৪টি! চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম!

ভারতের এ ক্রিকেটার দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ম্যাচ খেলেছেন। তার ট্রিপল সেঞ্চুরির ওপর ভর করে ফ্রেন্ডস প্রিমিয়ার লিগে ২০ ওভারে ২ উইকেটে ৪১৬ রান করে টিম মাভি।

১৮ ওভারে মোহিতের রান ছিল ২৫০। শেষ দুই ওভারে ৫০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। আরো ভেঙে বললে, শেষ ওভারে ৩৪ রান করেন তিনি। শেষ ওভারের শেষ ৫ বলে তার ব্যাট থেকে আসে ৫ ছয়ের মার।

এবিপিকে মোহিত বলেন, ‘বোলিং অ্যাটাক ভালো ছিল। কিন্তু নতুন বলে শুরুটা ভালো হওয়ার পর মনে হলো আজ আক্রমণাত্মক ব্যাটিং করা যাবে। ব্যাটিং করতে করতে হয়ে গেছে।ভালো টাইমিংও হচ্ছিল। ২৫০ রানের পর মনে হলো শেষ ২ ওভারে ট্রিপল সেঞ্চুরির জন্য চেষ্টা করা উচিত। আমি সেটা করতে পেরেছি।’



পাঠকরা হয়তো ভাবছেন, মাঠ ছোট ছিল! মোটেও না। এবিপির খবর অনুযায়ী, টি-টোয়েন্টিতে ঘরোয়া ক্রিকেটে যে ধরনের মাঠ থাকা উচিত ঠিক সে ধরনের মাঠেই খেলা হয়েছে। কিছুদিন পরই হয়তো মোহিতের ব্যাটিং টিভিতে দেখা যাবে। এবারের আইপিএলের নিলামে উঠবেন মোহিত। মোহিতের বিশ্বাস তার ট্রিপল সেঞ্চুরির ইনিংসের কথা মাথায় রাখবে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো।

অ্যামেচার ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি। এর আগে ২০০৭ সালে ৭২ বলে ২৭৭ রান করেছিলেন শ্র্রীলঙ্কান ধানুকা পাথিরানা। পেশাদার ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৭৫। বিস্ফোরক ব্যাটিংয়ে এ রান করেছিলেন ক্রিস গেইল। দলীয় সর্বোচ্চ রান ২৬৩।

তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া


রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু /এএন

No comments:

Post a Comment