Saturday, 4 February 2017

flower care info

ঘরেও ফুল থাকুক সতেজ

আফরোজা জাহান : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০২-০৫ ৯:২৫:৫৬ এএম     ||     আপডেট: ২০১৭-০২-০৫ ৯:৩২:২৯ এএম
প্রতীকী ছবি
আফরোজা জাহান : প্রকৃতির এক অনিন্দ সুন্দর জিনিস ফুল। ফুলের সৌরভ আর রুপ মানুষকে প্রতিনিয়ত মুগ্ধ করে আসছে। তাজা ফুল ঘরে রাখলে ঘরের চেহারাই যেন বদলে যায়।

তাই তো যুগ যুগ ধরে শৌখিন মানুষরা তাদের অন্দরসজ্জায় ব্যবহার হয়ে আসছে তাজা ফুল। অনেকে আবার প্রিয়জনের দেওয়া ফুল সাজিয়ে রাখতে চায় বেশ কিছুদিন। কিন্তু তাজা ফুল খুব কম সময়ই থাকে সতেজ ও সুন্দর।

তবে কিছু উপায় অবলম্বন করলে ফুল কিছুদিন থাকবে সুন্দর ও তরতাজা। ঘরের সৌন্দর্য ও থাকবে অটুট।

*  ফুলদানির পানি বদল করুন প্রতিদিন।

* গাছ থেকে ফুল তোলার পর বোঁটা ফুটন্ত পানিতে আধা মিনিট ডুবিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানিতে রাখুন।

* পানিতে চিনির মিশ্রণ ঘটান। এতে বেশিদিন টাটকা থাকবে।

* ফুলদানিতে তামার একটি পয়সা রাখুন।

* ফুলের ওপরের অংশ খোলা রেখে স্বচ্ছ পলিথিন দ্বারা মুড়িয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে নিচের অংশ যেন একটু খোলা থাকে যাতে প্রস্বেদন ও শ্বসন ঠিকমতো হয়।

* পরাগায়ণ বন্ধ করতে পারলে ফুল বেশিদিন তাজা থাকে। তাই ফুল ফোটার সঙ্গে সঙ্গে পুংকেশর সরিয়ে ফেলুন।

* ফুল প্লাস্টিকের বোতলে না রেখে কাঁচের বোতলে রাখুন। ফুল ও ভালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ

No comments:

Post a Comment