Tuesday, 7 February 2017

nobel missing in India

সিঁধ কেটে নোবেল মেডেল ও সনদ চুরি

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০২-০৭ ১:১০:০৬ পিএম     ||     আপডেট: ২০১৭-০২-০৭ ৩:০১:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল জয়ী ভারতের কৈলাস সত্যার্থীর নোবেল মেডেলের একটি রেপ্লিকা ও নোবেল পুরস্কার লাভের সনদ চুরি হয়েছে।

সত্যার্থী জানিয়েছেন, মঙ্গলবার সকালে সিঁধ কেটে বাসায় চোর ঢুকে মেডেল ও সনদসহ আরো কিছু জিনিস নিয়ে গেছে। চুরির এ ঘটনার সময় বাসায় কেউ ছিল না।

শিশুশ্রম ও শিশু পাচারের বিরুদ্ধে কাজ করে অসামান্য অবদান রাখায় ২০১৪ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। যৌথভাবে এ পুরস্কার পান পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

কৈলাস সত্যার্থী বিবিসিকে জানিয়েছেন, দিল্লি পুলিশ চুরির ঘটনায় তদন্ত করছে। তিনি বলেন, আমার বাসার ভেতরে ঢুকে তালা ভেঙে সনদ ও একটি রেপ্লিকা মেডেলসহ আরো কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে। আমরা এখনো নিশ্চিত নই, কী কী জিনিস চুরি হয়েছে।

৬৩ বছর বয়সি সত্যার্থী বাচপান বাঁচাও আন্দোলনের (শিশু বাঁচাও আন্দোলন) প্রতিষ্ঠাতা। শিশুশ্রম ও শিশু পাচারের বিরুদ্ধে ভারতজুড়ে ব্যাপকভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। তার কল্যাণে শিশুশ্রম ও পাচারের হাত থেকে উদ্ধার হয়েছে ভারতের কয়েক হাজার শিশু।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

No comments:

Post a Comment