Thursday, 16 February 2017

life and justice



যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু দণ্ড হিসেবে গণ্য হবে

মেহেদী হাসান ডালিম : রাইজিংবিডি ডট কম Share
     
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:৫১:১০ পিএম     ||     আপডেট: ২০১৭-০২-১৫ ১১:১৬:৫৩ এএম
http://www.risingbd.com/media/imgAll/2017February/bg/High_Court220170214125157.jpg
নিজস্ব প্রতিবেদক : যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) করাবাস বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সাভারের এক হত্যা মামলায় রায় প্রদানকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন।

ওই হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন- যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস। তখন আমি এর প্রতিবাদ করেছি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমি বলেছি দণ্ডবিধির ৫৭ ধরায় যাবজ্জীবন দণ্ড অর্থ ৩০ বছর। এছাড়া যাবজ্জীবনের ক্ষেত্রে কারাগারে রেয়াত পেয়ে দণ্ড আরও কমে আসে। যদি আমৃত্যুই হয়ে থাকে তাহলে এদের রেয়াতের কি হবে। আমি আরও বলেছি, প্রধান বিচারপতির মন্তব্য যেন মূল রায়ে না থাকে। তবে এটা যদি থাকে তাহলে সব আসামির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।

বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আদালত মামলায় জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেন। তবে আদেশে বলেছেন- যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাদণ্ড। তখন আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যাবজ্জীবন মানে ৩০ বছর। জবাবে প্রধান বিচারপতি বলেছেন মূল রায়ে এটার ব্যাখ্যা থাকবে।

২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় ২০০৩ সালে দ্রুত বিচার আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। এরপর আপিলের পর আপিল বেঞ্চ মঙ্গলবার তিনজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন
   

রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/শাহনেওয়াজ

No comments:

Post a Comment