Tuesday, 7 February 2017

92 years old become a father

৯২ বছর বয়সে বাবা হলেন তিনি

শাহেদ হোসেন : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০২-০৭ ১০:০৪:৩৭ পিএম     ||     আপডেট: ২০১৭-০২-০৭ ১০:০৪:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ৯২ বছর বয়সে বাবা হলেন ফিলিস্তিনি নাগরিক মাহমুদ আল-আদম। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই সন্তানের বদৌলতে মাহমুদ এখন আট কন্যা ও পাঁচ পুত্র সন্তানের পিতা হলেন।

মাহমুদের ৪২ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী আবির এই সন্তানটির জন্ম দিয়েছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বধির ও বোবা আবিরকে বিয়ে করেছিলেন তিনি।

সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে মাহমুদ আল-আদম বলেছেন, ‘এখন আমার আট মেয়ে ও পাঁচ ছেলে । এই বয়সে সন্তানের বাবা হওয়ায় সত্যিই বিস্ময়কর। তবে এটি সৃষ্টিকর্তার ইচ্ছা।’

নবজাতকের নাম তামারা রাখা হয়েছে বলে জানিয়েছেন মাহমুদ।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

No comments:

Post a Comment