Sunday, 5 February 2017

dog did good job and help owner

সাপ থেকে মালিকের জীবন বাঁচাল কুকুর

আফরিনা ফেরদৌস : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০২-০৬ ১০:০৭:২২ এএম     ||     আপডেট: ২০১৭-০২-০৬ ১১:০৮:২৬ এএম

আফরিনা ফেরদৌস : কুকুর এই পৃথিবীর সবচেয়ে প্রভুভক্ত প্রাণী। এর অসংখ্য উদাহরণ রয়েছে। সম্প্রতি উদাহরণের তালিকায় যুক্ত হলো আরো একটি ঘটনা।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের একটি বাড়িতে। একটি ৮ ফুট লম্বা কিং কোবরা বাড়ির বাগানে ঢুকে যায় এবং বাড়ির দিকে আগাতে থাকে। ঠিক সেই সময়ই পোষা ৪টি কুকুর তাদের মালিকের সুরক্ষায় কিং কোবরার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়।

কুকুরগুলো সমানে ডাকতে থাকে এবং কিং কোবরাকে কামড়াতে থাকে। তবে ভালো ব্যাপার হলো কুকুরগুলোর কেউ আহত হয়নি। যেখানে কিং কোবরার একটি কামড়েই মারা যেতে পারত একেকটি কুকুর, সেখানে কুকুরগুলো নিরাপদেই কিং কোবরাকে কাবু করে ফেলে।

যে নারী এই দৃশ্যটি ভিডিও করেন, তিনি বলেন, ‘আমি আগে থেকেই একজন পশু চিকিৎসককে ফোন করে রেখেছিলাম, যদি আমার কুকুর সাপের কামড়ে আহত হয় তাহলে যেন তাড়াতাড়ি চিকিৎসা পেতে পারে।’



তথ্যসূত্র: ডেইলি মেইল
 http://www.risingbd.com/feature-news/212439


রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ/এএন

No comments:

Post a Comment