Sunday, 5 February 2017

blue jelly fish in aus

নীল জেলিফিশে ছেয়ে গেছে সৈকত

আহমেদ শরীফ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০২-০৬ ১১:০১:৩৫ এএম     ||     আপডেট: ২০১৭-০২-০৬ ১১:০৭:২৮ এএম

আহমেদ শরীফ : কয়েক হাজার নীল জেলিফিশ পুরো সমুদ্র সৈকত যদি দখল করে, তাহলে কেমন লাগবে দেখতে? অদ্ভুত এই ঘটনা দেখা গেছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ডিসেপশন বে সৈকতে।

ছবিতে দেখুন অগণিত নীল জেলি ফিশগুলো কীভাবে সাগর তটের বালুতে ছেয়ে গেছে। এটি একটি প্রাকৃতিক বিস্ময়। সব সময় এমন দৃশ্য দেখা যায় না।



অস্ট্রেলিয়ান মেরিন বায়োলজিস্ট ড. লিসা অ্যান গেরসউইন বলেছেন- ‘জেলিফিশের এই অদ্ভুত বিচরণ তাদের জীবন চক্রেরই একটি অংশ। বাতাস ঠিক মতো বইলে ও সাগরের ঢেউ অনকূলে থাকলে এভাবে জেলি ফিশগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসে সমুদ্র তটে।’ এভাবে জেলিফিশের সমুদ্র সৈকতে চলে আসাকে ব্লুম বলেন প্রকৃতিবিদরা।

জেলিফিশরা এভাবে প্রায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে সৈকতে। পরে ভাটার টানে আবারো এরা চলে যায় সাগরে। ড. গেরসউইন আরো বলেছেন-‘সি বিচে সামুদ্রিক প্রাণী চলে আসার অনেক ঘটনা দেখেছি। তবে সত্যি কথা হলো এ ধরনের ঘটনা আমি আগে কোথাও দেখিনি। এটা সত্যি খুব বিস্ময়কর।’ এ ধরনের নীল ব্লাবার জেলিফিশ আকৃতিতে ৩৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর এগুলোকে সাধারণত দেখা যায় দক্ষিণ-পূর্ব কুইন্সলেন্ডের সাগরে।



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৭/আহমেদ শরীফ/সাইফ

No comments:

Post a Comment