Thursday, 26 January 2017

website value 5 million pounds

১৬ বছরের কিশোরের ওয়েবসাইটের মূল্য ৫০ কোটি!

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০১-২৬ ২:০৩:২৩ পিএম     ||     আপডেট: ২০১৭-০১-২৬ ২:১৭:১৩ পিএম

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আপনি যখন ১৬ বছরের ছিলেন তখন কি করতেন? আমার ক্ষেত্রে বলতে পারি, আমার মা আমাকে প্রতিদিন স্মরণ করিয়ে দিত, সামনের এসএসএস পরীক্ষায় ভালো রেজাল্ট করার কথা। সেজন্য রুমে চোখের সামনে বই খুলে বসে থাকতাম এবং মন ঘুরে বেড়াত ভালো রেজাল্টের লক্ষ্যে।

তবে ১৬ বছর বয়সে সকলের ভাবনাই কিন্তু এক নয়। কারো কারো ভাবনা অন্যদের চেয়ে আরো বেশি উদ্দেশ্যমূলক হয়।

পরিচিত হয়ে নিন, তেমন এক জনের সঙ্গে। নাম মোহাম্মদ আলী। উত্তর ইংল্যান্ডের ইয়র্ক কাউন্টির ডেইসবেরি শহরে বসবাসকারী ১৬ বছরের এই কিশোর তার ওয়েবসাইটে (Weneed1.com) এমন অ্যালগরিদম ডেভেলপ করেছে, যা রিয়েল টাইম তথ্য প্রদর্শন করতে পারে, সাধারণ ইন্সুরেন্স সাইটগুলোর আগে থেকে নির্ধারিত তথ্যের পরিবর্তে।

এ লেভেল পড়ুয়া এই কিশোরের মতে, বায়ার এবং সেলারদের অর্থ ও সময় সাশ্রয়ের এ ধরনের উন্নত সার্চ ইঞ্জিন এটাই প্রথম। যা ব্যবহারকারীদেরকে রিয়েল টাইম ‘ব্লুমবার্গ টার্মিনাল’ হিসেবে সুবিধা দেবে। যুক্তরাষ্ট্রের কয়েকজন বিনোযোগকারী তার এই নতুন আইডিয়া কেনার জন্য ৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি টাকায় যা ৫০ কোটির টাকার কিছু বেশি) প্রদানের অফার করেছে। কিন্তু মোহাম্মদ আলী ৫ মিলিয়ন পাউন্ডে তার সাইট বিক্রির অফারটি গ্রহণ করেনি।


এ প্রসঙ্গে মোহাম্মদ আলী সংবাদমাধ্যম মিররকে জানায়, ‘লন্ডনে বিনোযোগকারীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তারা বিশ্বাসই করতে পারেনি যে, এই সাইট আমি ডেভেলপ করেছি। ৫ মিলিয়ন পাউন্ডে বিক্রির অফার ফিরিয়ে দেওয়ার প্রধান কারণ হচ্ছে, যদি এই প্রযুক্তি এখন প্রাথমিক অবস্থায় মিলিয়ন পাউন্ডের হয়ে থাকে, তাহলে যখন এটি মানুষজন ব্যবহার করবে, তখন তার মূল্য কি পরিমান দাড়াবে।’

এই বিপুল পরিমাণ অর্থ প্রস্তাব প্রত্যাখান করাটা ঝুঁকির বিষয় হলেও, তার বিশ্বাস ব্র্যান্ড হয়ে ওঠবে ওয়েবসাইট। ৬০ বছর বয়সী ক্রিস থপারের সঙ্গে অংশীদারিত্বের তার এই প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে ২৮ জানুয়ারি।

তবে এই বিপুল পরিমান অর্থ প্রস্তাব ইয়র্ক কাউন্টির ট্যাক্সি ড্রাইভারের ছেলে মোহাম্মদ আলীর জীবনে এবারই প্রথম ঘটনা নয়। এর আগে ২০১২ সালে একটি ভিডিও গেম তৈরি করে সে, যা তাকে এনে দিয়েছিল ৩০ হাজার পাউন্ড আয়।

তথ্যসূত্র: স্কুপহুপ


রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/ফিরোজ

No comments:

Post a Comment