Thursday, 5 January 2017

cow makes horse run style

গরু দিয়ে ঘোড়দৌড় অনুশীলন!

রুহুল আমিন : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2017   12:38:22 PM   Thursday   ||   Updated:05 Jan 2017   01:29:58 PM   Thursday
গরু দিয়ে ঘোড়দৌড় অনুশীলন!
রুহুল আমিন : ইচ্ছাশক্তি থাকলে কি না করা যায়। ভারতের দশরথ মাঝির কথা মনে আছে। ২২ বছর টানা পাহাড় ভাঙলেন। কোনো কিছুকে ভালোবাসলে, প্রেম থাকলে বোধহয় এমনই থাকা উচিত। যেখানে বাধাকে কোনো বাধা মনে হবে না। এই যেমন বাধা মানলেন না নিউজিল্যান্ডের মেয়ে হান্নাহ
সিম্পসন।

ছোটবেলা থেকে ঘোড়ার সওয়ার হওয়ার স্বপ্ন। কিন্তু ঘোড়া কেনার মতো টাকা তার বাবা-মায়ের নেই। একটি ডেইরি ফার্মে কাজ করতেন ছোট থেকেই। স্বপ্ন আর ইচ্ছাশক্তির জোর ছিল। তাই থেমে থাকলেন না।

ঘোড়া নেই- সিম্পসন মোটেই তা ভাবনায় আনেননি। তিনি বিকল্প হিসেবে নিলেন ফার্মের গরুকে। যদিও ব্যাপারটা দুধের সাধ ঘোলে মেটানোর মতো। কিন্তু সিম্পসনের সাহসিকতা ও ধৈর্যের অবশ্য প্রশংসা করতে হয়। গরু দিয়ে ঘোড়ার মতো ঝাঁপ দিতেও পারেন সিম্পসন।

তখন সিম্পসনের বয়স ১১। তার বাবা-মায়ের ঘোড়া কেনার মতো টাকা ছিল না। নিউজিল্যান্ডের একটি ডেইরি ফার্মে কাজ করেন তিনি। তখনই সিদ্ধান্ত নিলেন ঘোড়া নেই তাতে কি, খামারে তো গরু আছে। একটি গাভিতে তিনি ঘোড়ার মতো চড়ে বসলেন।

এখন সিম্পসনের বয়স ১৮। আর তার ব্রাউন রঙের গাভিটির বয়স সাত। বলাই হয়নি। গাভির একটি সুন্দর নামও দিয়েছেন সিম্পসন। লিলাক। এখন রুটিন করে রোজ ফার্মের চারপাশে লিলাককে নিয়ে দৌড়ে থাকেন সিম্পসন।

সিম্পসন বলেন, লিলাকের বয়স তখন ছয় মাস। আর আমি খুব ছোট। আমার ভাইয়ের কাছ থেকে সাহস জুগিয়ে লিলাককে নিয়ে ঝাঁপ দিলাম। দেখলাম মোটামুটি লিলাক উতরে গেল। সেই থেকে এখনো চলছে।

তিনি আরো বলেন, আমি সব সময় ঝাঁপ দিতে পছন্দ করি। আমি সব সময় চেয়েছি ঘোড়ায় চড়ে ঝাঁপ দিতে। আর লিলাক ছোট বয়সে অন্য গরুর সঙ্গে থেকেও শুধু ঝাঁপাঝাঁপি করত। তখন আমি ভাবি সেও তা পছন্দ করে। আমরা একটা গাছের গুঁড়িকে ঝাঁপ দিয়ে পার হওয়ার মাধ্যমে আমাদের দৌড় শুরু। তারপর ধীরে ধীরে ঝাঁপের পরিধি বাড়তে থাকে।

সিম্পসন জানায়, ফার্মের অন্য গরু দিয়েও সে চড়ার চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। লিলাক আসলেই অনবদ্য। তাই লিলাক তার খুব প্রিয়।


 http://www.risingbd.com/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%80-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%98%E0%A7%8B%E0%A7%9C%E0%A6%A6%E0%A7%8C%E0%A7%9C-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A8/220834



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/রুহুল/টিআর

No comments:

Post a Comment