Wednesday, 4 January 2017

leaser weapons by usa


লেজার অস্ত্র তৈরি করছে যুক্তরাজ্য 

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:05 Jan 2017   12:23:31 PM   Thursday   ||   Updated:05 Jan 2017   12:58:23 PM   Thursday
লেজার অস্ত্র তৈরি করছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : লেজার অস্ত্র তৈরি করছে যুক্তরাজ্য। এ জন্য তাদের খরচ হবে ৩০ মিলিয়ন পাউন্ড।

যৌথভাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে লেজার অস্ত্র তৈরির কন্ট্রাক্ট পেয়েছে কয়েকটি ইউরোপীয় অস্ত্র তৈরির প্রতিষ্ঠান।

প্রযুক্তির হাত ধরে ‘নির্দেশিত শক্তি’ থেকে উৎপাদিত কোনো অস্ত্র সশস্ত্র বাহিনীর উপকারে আসে কি না, তা যাচাই করে দেখতে এ খাতে বিনিয়োগ করছে যুক্তরাজ্য। ২০১৯ সাল নাগাদ অস্ত্র তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

জলে-স্থলে বিভিন্ন দূরত্বের লক্ষ্যবস্তুতে ভিন্ন ভিন্ন আবহাওয়ায় এ ধরনের অস্ত্র কতটা সঠিকভাবে আঘাত করতে পারে, তাও পরীক্ষা করে দেখা হবে।

যুক্তরাজ্যের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির বিজ্ঞানী পিটার কুপার জানিয়েছেন, উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র তৈরি ও এ জাতীয় অস্ত্রের সম্ভাবনা যাচাইয়ে এটি একটি উদ্ভাবনী প্রকল্প হবে। আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের সামরিক বাহিনী হুমকি মোকাবিলায় এ অস্ত্র ব্যবহার করতে পারবে।




রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৭/রাসেল পারভেজ

No comments:

Post a Comment