Sunday, 22 January 2017

National pita festival

রাজধানীতে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’

তাহের : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-০১-২৩ ৮:২৬:৫৭ এএম     ||     আপডেট: ২০১৭-০১-২৩ ১০:০২:০৪ এএম
জাতীয় পিঠা উৎসব ১৪২২ এর একটি ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : আজ থেকে শুরু হচ্ছে রাজধানীতে আট দিনব্যাপী দশম ‘জাতীয় পিঠা উৎসব-১৪২৩’।

শিল্পকলা একাডেমিতে আজ বিকেলে পিঠা উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উৎসবের আয়োজন করছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জাতীয় এই উৎসবটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ সভাপতিত্ব করবেন। এ ছাড়া থাকবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নৃত্যশিল্পী আমানুল হক।

আয়োজক কমিটি জানিয়েছে, উৎসবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রয় করা হবে। আর প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব মঞ্চে নাচ, গান, আবৃত্তি, কৌতুক, পথনাটক ও জাদু পরিবেশিত হবে।

এই উৎসবে থাকবে ৫০টি স্টল। এসব স্টলে প্রায় ১৭৮ রকমের পিঠা থাকবে বলে জানিয়েছেন উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ।

আগামী ৩০ জানুয়ারি শেষ হবে এই পিঠা উৎসব। আর সমাপনী আসরে উৎসবে অংশগ্রহণকারী পাঁচজন পিঠাশিল্পীকে সেরা পিঠাশিল্পীর সম্মাননা স্মারক দেওয়া হবে।
  

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/এসটি/হাসান/এসএন/ এএন

No comments:

Post a Comment