১০ টাকার স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন প্রধানমন্ত্রীর
মোহাম্মদ নঈমুদ্দীন
: রাইজিংবিডি ডট কম
প্রকাশ: ২০১৭-০১-৩০ ১:৩৫:৫০ পিএম || আপডেট: ২০১৭-০১-৩০ ১:৫৩:০৬ পিএম
![]() |
সচিবালয় প্রতিবেদক : আন্তর্জাতিক
কাস্টমস দিবস উপলক্ষে (২৬ জানুয়ারি উদযাপিত) ১০ টাকা মূল্যের একটি স্মারক
ডাকটিকিট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই ডাকটিকিট ও খাম উন্মোচন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহরও উন্মোচন করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল/এএন
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই ডাকটিকিট ও খাম উন্মোচন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহরও উন্মোচন করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল/এএন
No comments:
Post a Comment