Monday, 1 January 2018

Messi - Argentina is the best in 2017

২০১৭ সালের সেরা মেসি

আমিনুল ইসলাম : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৮-০১-০১ ৭:১১:১৪ পিএম     ||     আপডেট: ২০১৮-০১-০১ ৭:৩১:৪৩ পিএম

ক্রীড়া ডেস্ক : একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স শিরোপা জয়ের চেয়ে বেশি প্রভাব ফেলে। সেটা আরো একবার প্রমাণিত হল। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা আয়োজিত পাঠক ভোটে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ২০১৭ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।

মার্কা নির্বাচিত ১০০ জন ফুটবলারের তালিকায় শীর্ষে অবস্থান করছেন মেসি। যিনি চলতি বছর রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাবেন।

২০১৭ সালে লিওনেল মেসি লা লিগায় ৩৭ গোল করে গোল্ডে সু জিতেছিলেন। বার্সার হয়ে জিতেছিলেন কোপা ডেল রে। ২০১৭ সালে বার্সা ও আর্জেন্টিনার হয়ে ৫৪ গোল করার পাশাপাশি ১৯ টি গোলে সহায়তা করেছেন তিনি। দলকে রেখেছেন লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। ২০১৭ সালে তার ব্যক্তিগত পারফরম্যান্সের সূচক ছিল উর্ধ্বমুখী। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৭ সালে বেশ কয়েকটি শিরোপা জিতলেও লা লিগার নতুন মৌসুমে এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন। সে কারণে রোনালদোকে নয়, মেসিকেই ২০১৭ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছেন পাঠকরা।

নতুন বছর হয়তো নিজেকে আরো একবার ছাড়িয়ে যাবেন মেসি। গেল কয়েক বছর ধরে মেসি বিভিন্ন রেকর্ডকে তাড়া করে ভেঙে চলছেন। এবার কোন কোনো রেকর্ড ভাঙেন সেটাই দেখার বিষয়।



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৭/আমিনুল

No comments:

Post a Comment