Tuesday, 16 January 2018

Great bangali great award

সম্মানসূচক ডি লিট ডিগ্রি নিলেন প্রণব মুখার্জি

রেজাউল করিম : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৮-০১-১৬ ২:৪৭:৫৯ পিএম     ||     আপডেট: ২০১৮-০১-১৬ ৪:৪১:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট ডিগ্রি প্রদান করা হয়।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। দুপুর ১টা ২৫ মিনিটে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর দেড়টায় উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

দুপুর ১টা ৩৮ মিনিটে প্রণব মুখার্জিকে স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। এরপরই উত্তরীয় পরিয়ে দেন উপ-উপাচার্য শিরীন আখতার।

উপাচার্য উদ্বোধনী ভাষণ দেওয়ার পর প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল হুদা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/রেজাউল ইসলাম/সাইফুল

No comments:

Post a Comment