আলোচিত ১০ প্রযুক্তি পণ্য
মনিরুল হক ফিরোজ
: রাইজিংবিডি ডট কম
প্রকাশ: ২০১৭-১২-৩১ ৪:১৪:২২ পিএম || আপডেট: ২০১৭-১২-৩১ ৪:১৪:২২ পিএম
![]() |
মোখলেছুর রহমান : শেষ হয়ে গেল আরো
একটি বছর। ২০১৭ সাল প্রযুক্তিপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এ
বছর প্রযুক্তি দুনিয়ায় আবির্ভাব ঘটেছে বেশ কিছু চোখ ধাঁধানো প্রযুক্তি
পণ্য।
স্মার্টফোন আবার বাজার মাতিয়েছে। ল্যাপটপ চমৎকার কিছু ফিচার নিয়ে তার স্বরূপে ফিরে এসেছে। স্মার্ট হোমও অবশেষে একটি জায়গা করে নিতে পেরেছে এ বছর। সব মিলিয়ে এই বছরটিই ছিল গ্যাজেট-পূর্ণ।
এক নজরে দেখা নেয়া যাক ২০১৭ সালের সেরা ১০ প্রযুক্তি পণ্যগুলো।
* স্যামসাং গ্যালাক্সি নোট ৮
গত ২২ সেপ্টেম্বর স্যামসাং আনে তাদের গ্যালাক্সি সিরিজের নতুন সংস্করণ স্যামসাং গ্যালাক্সি নোট ৮। গরিলা গ্লাস ৫, প্রিমিয়াম মেটালের সমন্বয়ে তৈরি এই মোবাইলটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম হ্যান্ডসেট। এয়ার কমান্ড ব্যবহার করে ৩০টিরও বেশি ভাষাকে মোবাইল স্ক্রিনের একাধিক বাক্য সিলেক্ট করে এর অর্থ এবং উচ্চারণ জেনে নেওয়া যায় নতুন এই স্মার্টফোনের মাধ্যমে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৮ মোবাইলে আরো রয়েছে অ্যাডভান্স ক্যামেরা, ডুয়াল ক্যামেরা, ২এক্স অপটিক্যাল জুম সিস্টেম। যে কারণে ক্লোজ ও জুম অ্যাঙ্গেলে ছবি তোলা সম্ভব হবে। স্যামসাংয়ের এই নতুন মোবাইলটিতে চোখের আইরিস দিয়ে ফোন লক করা যায়। প্রয়োজনীয় ফাইল, ফোল্ডার, ছবি সব কিছুই লক বা আনলক করা যায়। আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
* গুগল পিক্সেলবুক
গুগল উচ্চ দক্ষতাসম্পন্ন ক্রোমবুক হিসেবে এ বছর নিয়ে এসেছে পিক্সেলবুক। এটি ফোর-ইন-ওয়ান ডিজাইনের। অর্থাৎ, এটি ট্যাবলেট ও ল্যাপটপের পাশাপাশি এর মাঝামাঝি যেকোনো রূপে ব্যবহার করা যায়। ১২ দশমিক ৩ ইঞ্চি মাপের কোয়াড এইচডি এলসিডি টাচস্ক্রিনের ল্যাপটপটির রয়েছে ইন্টেল কোর আই-৫ ও কোর আই-৭ মডেল। ১০ মিলিমিটার পুরু ও মাত্র এক কেজি ওজনের হাইব্রিড ল্যাপটপটি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।
* আইফোন এক্স
এই বছর অবমুক্ত হওয়া প্রযুক্তির পণ্যগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত পণ্যটির নাম আইফোন এক্স। ২০১৭ সাল শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন উঠেছিল যে, অ্যাপল তাদের নতুন ফোন বাজারে আনছে। অবশেষে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের উদ্ভাবিত আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষে এ বছর বাজারে আনে আইফোন এক্স। অ্যাপলের ১০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই সম্ভবত ফোনটির নাম 'এক্স', অর্থাৎ রোমান সংখ্যায় ১০।
আইওএস ১১ অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে নেই কোনো বাহ্যিক বোতাম। ওএলইডি প্রযুক্তির পর্দা আর ডুয়াল ক্যামেরা রয়েছে এতে। যুক্ত হয়েছে ফেস রিকগনিশন সুবিধার ‘ফেস আইডি’ নামের আনলক পদ্ধতি।
* গুগল হোম মিনি
এ বছর গুগল হোম লাইনআপে নতুন করে যুক্ত হয়েছে ‘গুগল হোম মিনি’ নামের ছোট একটি স্মার্ট স্পিকার। টেকসই, স্বচ্ছ ফেব্রিকসের তৈরি দৃষ্টিনন্দন এ স্পিকারটি সাধারণত অন্যান্য স্মার্টফোনের চেয়ে ছোট।
* অ্যামাজন ফায়ার ৪ কে টিভি
এ বছর নতুন ফায়ার টিভি উন্মোচন করেছে অ্যামাজন। ৪ কে, এইচডিআর এবং ডলবি অ্যাটমস সমর্থন করে এই ডঙ্গলটি। এইচডিএমআই পোর্টের মাধ্যমে টিভি সেটের পেছন লাগাতে যুক্ত করা যায় এই ফায়ার টিভি।
* পিক্সেল-২ এক্সএল
পিক্সেল-২ ফোনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে গুগল এ বছরই বাজারে আনে পিক্সেল-২ এক্সএল ফোনটি। পিক্সেল-২ ফোনটির সব ফিচার রয়েছে পিক্সেল-২ এক্সএলে। এর চেয়ে বাড়তি হিসেবে যুক্ত হয়েছে আরো পাতলা ও আধুনিক নকশা। এতে আছে ছয় ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে। সাদা আর কালো-দুই রঙেই পাওয়া যাচ্ছে ফোনটিকে।
* অ্যাপল ওয়াচ সিরিজ ৩
এ বছর পরিধেয় বাজার ধরে রাখতে ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৩’ নামের নতুন সংস্করণের একটি স্মার্টওয়াচও উন্মোচন করেছে অ্যাপল। এতে রয়েছে সেলুলার সুবিধা। ফলে এতে সিম কার্ড ব্যবহার করে আইফোনের সাহায্য ছাড়াই কল করা যায়। এতে ফোনের সাহায্য ছাড়াই এয়ারপডসে গান শোনা যায়। সেলুলার সুবিধা থাকায় আইফোন ছাড়াই অ্যাপলওয়াচ দিয়ে যোগাযোগ করা যায়। ডিভাইসটি থেকে অ্যাপল মিউজিকে থাকা ৪০ মিলিয়ন গান শোনা যায়। গোল্ড অ্যালুমিনিয়াম ও স্পেশাল কালো সিরামিক রঙে পাওয়া যাচ্ছে এটি। পানিরোধক সুবিধাযুক্ত ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ওয়াচওএস ৪।
* সারফেস ল্যাপটপ
এ বছর মাইক্রোসফট উন্মোচন করে তাদের উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেমনির্ভর সারফেস ল্যাপটপ। এই ল্যাপটপটিতে রয়েছে ১৩.৫ ইঞ্চি স্ক্রিন এবং ১৪ ঘণ্টা ব্যাটারি লাইফ। এছাড়াও ২.৭৬ পাউন্ড ওজনের এই ল্যাপটপ অ্যাপলের ম্যাকবুক এয়ারের চাইতেও হালকা। নতুন এই ল্যাপটপ উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণ ১০এস এ চলে। এছাড়াও এই ল্যাপটপের কিবোর্ড এবং হার্ডওয়্যারে আনা হয়েছে নতুনত্ব। উইন্ডোজের নতুন এই সংস্করণটি বিশেষভাবে স্কুল ছাত্রদের জন্য ডিজাইন করা হয়েছে।
* আমাজন ইকো ২
নতুন এই ইকো ডিভাইসে প্রথম ইকো’র চেয়ে আরো ভালো সাউন্ড পাওয়া যায়। এবার এতে যোগ করা হয়েছে ডলবি অডিও। এর মাধ্যমে সরাসরি সোনস প্লে:১ এবং অ্যাপল হোমপড-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এ বছর অ্যামাজন। ধাতু ও স্পোর্টস কাপড় দিয়ে বানানো হয়েছে নতুন ইকো ডিভাইসের বডি। এর ভিন্ন ভিন্ন বডি শেল চাইলে বদলানো যায়। গুগল হোমেও একইভাবে ভিন্ন রঙের বডি শেল পরিবর্তন করা যায়।
* এলজি ওয়ালপেপার টিভি
টেলিভিশন প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে। হাল আমলের সকল টিভি পাতলা পুরুত্বের। আর তারই ধারাবাহিকতায় এ বছর এলজি নিয়ে এসেছে এক মিলিমিটার পুরু অর্গানিক লাইট-ইমিটিং ডায়োড (ওএলইডি) টিভি। ‘এলজি ওয়ালপেপার টিভি’ নামের এই টিভিতে রয়েছে ৫৫ ইঞ্চি পর্দা। টিভিটির ওজন ১ দশমিক ৯ কিলোগ্রাম। এটি বিশেষ একটি চুম্বক ম্যাটের সাহায্যে দেয়ালে আটকে রাখা যায়।
তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল
রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৭/ফিরোজ
স্মার্টফোন আবার বাজার মাতিয়েছে। ল্যাপটপ চমৎকার কিছু ফিচার নিয়ে তার স্বরূপে ফিরে এসেছে। স্মার্ট হোমও অবশেষে একটি জায়গা করে নিতে পেরেছে এ বছর। সব মিলিয়ে এই বছরটিই ছিল গ্যাজেট-পূর্ণ।
এক নজরে দেখা নেয়া যাক ২০১৭ সালের সেরা ১০ প্রযুক্তি পণ্যগুলো।
* স্যামসাং গ্যালাক্সি নোট ৮
গত ২২ সেপ্টেম্বর স্যামসাং আনে তাদের গ্যালাক্সি সিরিজের নতুন সংস্করণ স্যামসাং গ্যালাক্সি নোট ৮। গরিলা গ্লাস ৫, প্রিমিয়াম মেটালের সমন্বয়ে তৈরি এই মোবাইলটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম হ্যান্ডসেট। এয়ার কমান্ড ব্যবহার করে ৩০টিরও বেশি ভাষাকে মোবাইল স্ক্রিনের একাধিক বাক্য সিলেক্ট করে এর অর্থ এবং উচ্চারণ জেনে নেওয়া যায় নতুন এই স্মার্টফোনের মাধ্যমে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৮ মোবাইলে আরো রয়েছে অ্যাডভান্স ক্যামেরা, ডুয়াল ক্যামেরা, ২এক্স অপটিক্যাল জুম সিস্টেম। যে কারণে ক্লোজ ও জুম অ্যাঙ্গেলে ছবি তোলা সম্ভব হবে। স্যামসাংয়ের এই নতুন মোবাইলটিতে চোখের আইরিস দিয়ে ফোন লক করা যায়। প্রয়োজনীয় ফাইল, ফোল্ডার, ছবি সব কিছুই লক বা আনলক করা যায়। আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
* গুগল পিক্সেলবুক
গুগল উচ্চ দক্ষতাসম্পন্ন ক্রোমবুক হিসেবে এ বছর নিয়ে এসেছে পিক্সেলবুক। এটি ফোর-ইন-ওয়ান ডিজাইনের। অর্থাৎ, এটি ট্যাবলেট ও ল্যাপটপের পাশাপাশি এর মাঝামাঝি যেকোনো রূপে ব্যবহার করা যায়। ১২ দশমিক ৩ ইঞ্চি মাপের কোয়াড এইচডি এলসিডি টাচস্ক্রিনের ল্যাপটপটির রয়েছে ইন্টেল কোর আই-৫ ও কোর আই-৭ মডেল। ১০ মিলিমিটার পুরু ও মাত্র এক কেজি ওজনের হাইব্রিড ল্যাপটপটি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।
* আইফোন এক্স
এই বছর অবমুক্ত হওয়া প্রযুক্তির পণ্যগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত পণ্যটির নাম আইফোন এক্স। ২০১৭ সাল শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন উঠেছিল যে, অ্যাপল তাদের নতুন ফোন বাজারে আনছে। অবশেষে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের উদ্ভাবিত আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষে এ বছর বাজারে আনে আইফোন এক্স। অ্যাপলের ১০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই সম্ভবত ফোনটির নাম 'এক্স', অর্থাৎ রোমান সংখ্যায় ১০।
আইওএস ১১ অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে নেই কোনো বাহ্যিক বোতাম। ওএলইডি প্রযুক্তির পর্দা আর ডুয়াল ক্যামেরা রয়েছে এতে। যুক্ত হয়েছে ফেস রিকগনিশন সুবিধার ‘ফেস আইডি’ নামের আনলক পদ্ধতি।
* গুগল হোম মিনি
এ বছর গুগল হোম লাইনআপে নতুন করে যুক্ত হয়েছে ‘গুগল হোম মিনি’ নামের ছোট একটি স্মার্ট স্পিকার। টেকসই, স্বচ্ছ ফেব্রিকসের তৈরি দৃষ্টিনন্দন এ স্পিকারটি সাধারণত অন্যান্য স্মার্টফোনের চেয়ে ছোট।
* অ্যামাজন ফায়ার ৪ কে টিভি
এ বছর নতুন ফায়ার টিভি উন্মোচন করেছে অ্যামাজন। ৪ কে, এইচডিআর এবং ডলবি অ্যাটমস সমর্থন করে এই ডঙ্গলটি। এইচডিএমআই পোর্টের মাধ্যমে টিভি সেটের পেছন লাগাতে যুক্ত করা যায় এই ফায়ার টিভি।
* পিক্সেল-২ এক্সএল
পিক্সেল-২ ফোনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে গুগল এ বছরই বাজারে আনে পিক্সেল-২ এক্সএল ফোনটি। পিক্সেল-২ ফোনটির সব ফিচার রয়েছে পিক্সেল-২ এক্সএলে। এর চেয়ে বাড়তি হিসেবে যুক্ত হয়েছে আরো পাতলা ও আধুনিক নকশা। এতে আছে ছয় ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে। সাদা আর কালো-দুই রঙেই পাওয়া যাচ্ছে ফোনটিকে।
* অ্যাপল ওয়াচ সিরিজ ৩
এ বছর পরিধেয় বাজার ধরে রাখতে ‘অ্যাপল ওয়াচ সিরিজ ৩’ নামের নতুন সংস্করণের একটি স্মার্টওয়াচও উন্মোচন করেছে অ্যাপল। এতে রয়েছে সেলুলার সুবিধা। ফলে এতে সিম কার্ড ব্যবহার করে আইফোনের সাহায্য ছাড়াই কল করা যায়। এতে ফোনের সাহায্য ছাড়াই এয়ারপডসে গান শোনা যায়। সেলুলার সুবিধা থাকায় আইফোন ছাড়াই অ্যাপলওয়াচ দিয়ে যোগাযোগ করা যায়। ডিভাইসটি থেকে অ্যাপল মিউজিকে থাকা ৪০ মিলিয়ন গান শোনা যায়। গোল্ড অ্যালুমিনিয়াম ও স্পেশাল কালো সিরামিক রঙে পাওয়া যাচ্ছে এটি। পানিরোধক সুবিধাযুক্ত ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ওয়াচওএস ৪।
* সারফেস ল্যাপটপ
এ বছর মাইক্রোসফট উন্মোচন করে তাদের উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেমনির্ভর সারফেস ল্যাপটপ। এই ল্যাপটপটিতে রয়েছে ১৩.৫ ইঞ্চি স্ক্রিন এবং ১৪ ঘণ্টা ব্যাটারি লাইফ। এছাড়াও ২.৭৬ পাউন্ড ওজনের এই ল্যাপটপ অ্যাপলের ম্যাকবুক এয়ারের চাইতেও হালকা। নতুন এই ল্যাপটপ উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণ ১০এস এ চলে। এছাড়াও এই ল্যাপটপের কিবোর্ড এবং হার্ডওয়্যারে আনা হয়েছে নতুনত্ব। উইন্ডোজের নতুন এই সংস্করণটি বিশেষভাবে স্কুল ছাত্রদের জন্য ডিজাইন করা হয়েছে।
* আমাজন ইকো ২
নতুন এই ইকো ডিভাইসে প্রথম ইকো’র চেয়ে আরো ভালো সাউন্ড পাওয়া যায়। এবার এতে যোগ করা হয়েছে ডলবি অডিও। এর মাধ্যমে সরাসরি সোনস প্লে:১ এবং অ্যাপল হোমপড-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে এ বছর অ্যামাজন। ধাতু ও স্পোর্টস কাপড় দিয়ে বানানো হয়েছে নতুন ইকো ডিভাইসের বডি। এর ভিন্ন ভিন্ন বডি শেল চাইলে বদলানো যায়। গুগল হোমেও একইভাবে ভিন্ন রঙের বডি শেল পরিবর্তন করা যায়।
* এলজি ওয়ালপেপার টিভি
টেলিভিশন প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে। হাল আমলের সকল টিভি পাতলা পুরুত্বের। আর তারই ধারাবাহিকতায় এ বছর এলজি নিয়ে এসেছে এক মিলিমিটার পুরু অর্গানিক লাইট-ইমিটিং ডায়োড (ওএলইডি) টিভি। ‘এলজি ওয়ালপেপার টিভি’ নামের এই টিভিতে রয়েছে ৫৫ ইঞ্চি পর্দা। টিভিটির ওজন ১ দশমিক ৯ কিলোগ্রাম। এটি বিশেষ একটি চুম্বক ম্যাটের সাহায্যে দেয়ালে আটকে রাখা যায়।
তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল
রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৭/ফিরোজ
No comments:
Post a Comment