Saturday, 6 January 2018

Fasionable prianka actress india

ফ্যাশনেবল প্রিয়াঙ্কা

আহমেদ শরীফ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৯ ৮:৩৫:০৭ এএম     ||     আপডেট: ২০১৭-১২-১৯ ১২:০৬:১২ পিএম

আহমেদ শরীফ : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন শুধু বলিউডেই নয়, হলিউডেও রীতিমতো ব্যস্ত সময় পার করছেন তিনি। ভারতীয় অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতেও তার ঈর্ষণীয় জনপ্রিয়তা।

চলতি মাসে লন্ডনের ইস্টার্ন আই পত্রিকা তাকে এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী হিসেবে স্বীকৃতি দেয়। ফ্যাশন শোসহ বিভিন্ন অনুষ্ঠানে ফ্যাশনেবল পোশাকে দেখা যায় তাকে। সাম্প্রতিক সময়ের কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।


চলতি বছর নিউইয়র্কে ডিজাইন হাউস ফেন্ডির কালো থাই হাই স্লিট গাউনে  প্রিয়াংকা চোপড়া। নিউইয়র্কে গিল্ড হল সামার গালাতে সাদা গাউনে হাজির হন তিনি
 

নিউইয়র্কের রাস্তায় পিঙ্ক ড্রেসে আকর্ষণীয় প্রিয়াংকা। চলতি বছর মার্চে সিনেমাকনের অনুষ্ঠানে কালো বেলমেইনের ড্রেসে এই অভিনেত্রী
 

দ্য টু নাইট শো অনুষ্ঠানে নীল ড্রেসে একটু বেশিই খোলামেলা ছিলেন প্রিয়াংকা। অস্কার পার্টিতে কালো গাউনে হাজির হয়েছিলেন তিনি
 

অস্কারের মূল অনুষ্ঠানে সাদা গাউনে হাজির হন এই অভিনেত্রী। পিপলস চয়েজ অনুষ্ঠানে রুপের ঝলক দেখান তিনি
 

এবারের অস্কারে ডিনারে ক্যাজুয়াল লুকে প্রিয়াঙ্কা চোপড়া। গোল্ডেন গ্লোবস পার্টিতে গোল্ডেন রঙের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে  

রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/শান্ত

No comments:

Post a Comment