Sunday, 21 January 2018

First ladies award - to Oysoria indian film actress

‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বরিয়া

আমিনুল ইসলাম শান্ত : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৮-০১-২১ ৩:১১:২৬ পিএম     ||     আপডেট: ২০১৮-০১-২১ ৪:০২:৪৮ পিএম
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন সাজে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয় আর রূপের দ্যুতিতে ভক্তদের মন জয় করেছেন বহু আগে। তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে অনেক সম্মাননা। এবার ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব মহিলারা কর্মক্ষেত্রে কোনো মাইলস্টোন তৈরি করতে পারেন তারাই রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করে থাকেন। গতকাল শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঐশ্বরিয়ার হাতে এ সম্মাননা স্মরক তুলে দেন।

১১২টি ক্ষেত্র থেকে পুরস্কার প্রাপ্তদের বেছে নেওয়া হয়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হন ঐশ্বরিয়া। গত ১৫ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত যান তিনি। আর এই মাইলস্টোন তৈরি করার জন্য তাকে  ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

নয়া দিল্লিতে পুরস্কার গ্রহণের জন্য হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। এদিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা ধূসর রঙের শাড়ি পড়েছিলেন ঐশ্বরিয়া। লাল টিপের সঙ্গে মানানসই সিলভার রঙের গহনাও পড়েছিলেন এই অভিনেত্রী।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/শান্ত

No comments:

Post a Comment