Sunday, 21 January 2018

Final doa in tablig estama tongi.

আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি

সাইফ : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৮-০১-২১ ২:২৫:০৮ পিএম     ||     আপডেট: ২০১৮-০১-২১ ২:২৭:৩০ পিএম

রাইজিংবিডি ডেস্ক : বঙ্গভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের শেষ পর্বে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সরাসরি সম্প্রচারকৃত আখেরি মোনাজাতে যোগ দেন। এ সময় ঢাকার কাকরাইল মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে পরম করুনাময়ের কাছে মোনাজাত করেন।

টঙ্গীর তুরাগ তীরে রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সমাপ্ত হয়।

এর আগে গত ১২ জানুয়ারি থেকে দেশের ১৭টি জেলার মুসল্লিদের নিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র : বাসস

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/সাইফ

No comments:

Post a Comment