Sunday, 27 November 2016

World height records owner


সর্বাধিক বিশ্ব রেকর্ডের অধিকারী

জামশেদ আলম রনি : রাইজিংবিডি ডট কম
Published:28 Nov 2016   11:09:39 AM   Monday   ||   Updated:28 Nov 2016   11:24:40 AM   Monday
আশরিতা ফারম্যান

আশরিতা ফারম্যান

জামশেদ আলম রনি :  গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের একটি কীর্তিকে ঠাঁই করিয়ে দিতেই যেখানে বিস্তর কষ্ট করতে হয়, সেখানে পকেট ভর্তি গিনেস বিশ্ব রেকর্ড দখলে আছে নিউ ইয়র্কের আশরিতা ফারম্যান নামে এক ব্যক্তির।

‘ম্যান অব মিশন’ নামে পরিচিত এই ব্যক্তিটির দখলে ২০১৪ সাল পর্যন্ত ৫৫১টা গিনেস রেকর্ড ছিল। বর্তমানেও রয়েছে প্রায় ২০০টি রেকর্ড!

৬২ বছর বয়সী ফারম্যান তার গত ৩৭ বছর কাটিয়েছেন বিশ্বের বিভিন্ন দুর্ভেদ্য রেকর্ড ভাঙার পেছনে। শৈশব থেকেই ফারম্যান গিনেস বিশ্ব রেকর্ডের প্রতি মুগ্ধ হয়েছেন কিন্ত কখনো ভাবেননি তিনি কোনো রেকর্ড ভাঙতে পারবেন। যদিও তিনি কোনো খেলোয়াড় ছিলেন না। সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে, যখন কিশোর বয়সে তিনি আধ্যাত্মিকতায় আগ্রহী হযে ওঠেন। ১৯৭০ সালে তিনি আধ্যাত্মিক নেতা শ্রী চিন্ময়ের অনুসারী হন।

inner1_record

তার আধ্যাত্মিক জাগরণ তাকে সর্বাধিক ক্রীড়া প্রশিক্ষণের প্রতি মনোযোগী হতে সাহায্য করেছে। শ্রী চিন্ময় ১৯৭৮ সালে নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কে ফারম্যানকে ২৪ ঘণ্টার একটি সাইকেল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রাণিত করেন। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ফারম্যান সে দৌড়ে তৃতীয় হন। তার শরীরের সত্যিকারের সক্ষমতা সম্পর্কে ফারম্যান সেই মুহূর্তে উপলব্ধি করতে পারেন।

১৯৭৯ সালে ২৭ হাজার বার জাম্পিং জ্যাক করার মাধ্যমে ফারম্যান আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়েন। যেখানে আমরা ৫০ সেট করার পরই ক্লান্ত হয়ে পড়ি, সেখানে তিনি ২৭ হাজার বার এটি করেন। তখন থেকেই এ জাতীয় অনেক রেকর্ড তিনি গড়েছেন এবং তাদের প্রতিটার একেকটা করে রেকর্ড আছে। তিনি একটি গাড়িকে ২৪ ঘণ্টায় ১৭ মাইল ঠেলে নিয়ে গেছেন।

inner2_record

২৪ ঘণ্টায় একটি কবিতাকে অনুবাদ এবং আবৃতি করেছেন ১১১টি ভাষায়। ৮০.৯৫ মাইল হেঁটেছেন একটি দুধের বোতলকে মাথায নিয়ে। মাথায় দুধের বোতল নিয়ে তিনি দ্রুত হাঁটার রেকর্ডটি গড়েন। তিনি  বাতাসের মধ্যে ৬০ সেকেন্ডে একটি তলোয়ার দ্বারা ২৭টি আপেল ফালি ফালি করে কাটার রেকর্ড গড়েন।

তিনি একটি স্থানে বলের ওপর বসে দ্রুত লাফিয়ে যাওয়ার রেকর্ড গড়েন। আপনার যদি এটিকে তেমন কিছু মনে না হয়, তবে জেনে রাখুন, তিনি এটি চীনের গ্রেট ওয়ালের ওপরে করেছেন!

তিনি বিশ্বের দীর্ঘতম পোল ভারসাম্য বজায় রেখে রেকর্ড গড়েছেন। তারপর সেই পোল নিয়ে ভারসাম্য রেখে দ্রুত হাঁটার রেকর্ড গড়েছেন। তিনি একটি সুইস বলের ওপর দীর্ঘতম সময়ের জন্য ভারসাম্য বজায় রেখেছেন।

inner3_record

এক মিনিটে সর্বোচ্চ ৮২টি ডিম ক্যাচ ধরা, ৩ মিনিটে হাত ব্যবহার না করে সর্বোচ্চ ২০২টি আঙুর খাওয়া, মুখের থুতনি দিয়ে সবচেয়ে বেশি সময় একটি মইয়ের ভারসাম্য বজায় রাখা, আইফেল টাওয়ারের সামনে সর্বোচ্চসংখ্যক ওঠবস করা, আমেরিকার বোস্টনে গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নামা, মঙ্গোলিয়ায় শিংওয়ালা রাগী ইয়াকের সঙ্গে বস্তা দৌড় এ ধরনের বিভিন্ন গিনেস রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন ফারম্যান।  

এ কারণে অনেকে মনে করেন, যদি কোথাও কোনো রেকর্ড না থাকে, তবে নিশ্চিত, ফারম্যানই সে ব্যক্তি  যে রেকর্ডটি গড়তে পারবে। আশরিতা ফারম্যানের এই অবিশ্বাস্য যাত্রা থেকে কেউ যদি শিখতে চায়, তবে একটাই কারণ হবে। আর তা হল, যেকোনো কিছু এবং সব কিছুর রেকর্ড গড়া সম্ভব, যদি আপনি যথেষ্ঠ কঠোরভাবে চেষ্টা করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment