Monday, 14 November 2016

Great singer in great position (BD heart )

‘কনসার্ট ফর বাংলাদেশ’র শিল্পী লিওন রাসেল আর নেই

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:14 Nov 2016   06:12:27 PM   Monday   ||   Updated:15 Nov 2016   08:21:54 AM   Tuesday
লিওন রাসেল

লিওন রাসেল

বিনোদন ডেস্ক : মার্কিন ‘রক অ্যান্ড রোল’ তারকা লিওন রাসেল আর নেই। গতকাল রোববার ন্যাশভ্যাইলে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। তার স্ত্রী জ্যানেট ব্রিজেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রাসেলের ওয়েবসাইটে এক বিবৃতিতে তার স্ত্রী জানিয়েছেন, ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে জনপ্রিয় এ শিল্পীর।

১৯৭১ সালে ম্যাডিসন স্কয়ারে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ জর্জ হ্যারিসন ও বব ডিলানের সঙ্গে তিনিও অবদান রেখেছিলেন। ‘জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’ গান গাওয়ার পাশাপাশি কনসার্টে পিয়ানো বাজিয়েছিলেন তিনি। ‘ক্লড রাসেল ব্রিজেস’ নামে বহুল পরিচিত এ তারকা দীর্ঘ সংগীতজীবনে রেকর্ড করেছিলেন ৪৩০টি গান। প্রকাশ করেছেন ৩১টি অ্যালবাম। পিয়ানিস্ট, গিটারিস্ট এবং গীতিকার হিসেবে কাজের অবদানস্বরূপ ২০১১ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা পান লিওন রাসেল।

বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন রাসেল। ২০১০ সালে ব্রেন ফ্লুইড লিক ঠেকানোর জন্য তার সার্জারি করা হয়েছিল। এছাড়া জুলাইয়ে তার হার্ট অ্যাটাক হয়। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৬/মারুফ/শান্ত

No comments:

Post a Comment