চোখের পলক ফেলতে দেবে না যে ভিডিও
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:09 Nov 2016 01:14:54 PM Wednesday || Updated:09 Nov 2016 07:50:54 PM Wednesday

শিশু গুই সাপটিকে খাদ্য পরিণত করার লক্ষ্যে তোড়জোড় শুরু হয়ে যায় সাপগুলোর মধ্যে। এদিকে গুই সাপও প্রাণ বাঁচাতে মরিয়া। শেষ পর্যন্ত কী ঘটতে চলেছে? – এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে।
চেষ্টার কোনো শেষ নেই সেটাই দেখিয়ে দিয়েছে ছোট্ট গুই সাপ। হার না মানার জোরেই বেঁচে ফিরেছে বিষাক্ত সাপের চক্রব্যুহ থেকে।
হাড়হিম করা এই ভিডিও চোখের পলক ফেলতে দেবে না আপনাকে। দৃশ্যটি ক্যামেরা বন্দী করেছে প্রকৃতি ও প্রাণী জগত নিয়ে অসাধারণ সব ডকুমেন্টারি নির্মাণের জন্য খ্যাত বিবিসি আর্থ। ‘অসংখ্য বিষাক্ত সাপ বনাম শিশু গুইসাপ’ এর ভিডিওটি রুদ্ধশ্বাস মুহূর্তের।
ভিডিও :
http://www.risingbd.com/%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/208424
রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment