Wednesday, 30 March 2016

Intelligent bed

দ্ধিমান বিছানা (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:30 Mar 2016   03:40:42 PM   Wednesday   ||   Updated:30 Mar 2016   03:41:39 PM   Wednesday
বুদ্ধিমান বিছানা (ভিডিও)
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রাণীরা বুদ্ধিমান হয়। কিন্তু বস্তু কী বুদ্ধিমান হয়? আগে না হলেও, এখন প্রযুক্তির যুগে বস্তুও বুদ্ধিমান হয়, তবে তা কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সম্পন্ন। আর কৃত্রিম বুদ্ধিমত্ত্বার বস্তু হিসেবে রোবট থেকে শুরু করে নানা ধরনের বস্তুর কথা আমরা ইতিমধ্যে জানি।

এবার ‍বুদ্ধিমানের তালিকায় নাম লিখিয়েছে বিছানা। আধুনিক প্রযুক্তির এই বিছানাটি তৈরি করেছে যুক্তরাজ্যের বালুগা লিমিটেড। ‘বালুগা স্মার্ট ইন্টারঅ্যাকটিভ বেড’ নামক এই বিছানাটি আপনাকে অভাবনীয় সব সুবিধা দেবে।

বুদ্ধিমান এই বিছানাটি রিয়েল টাইমে আপনার ঘুম পর্যবেক্ষণ করে, স্বয়ংক্রিয়ভাবে বিছানায় সেই পরিবেশ তৈরি করবে। এমনকি আপনার যদি নাক ডাকার অভ্যাস থাকে, তাহলে বিছানাটি নিজ থেকেই কিছুটা উচু নিচু হয়ে নড়ে, নাক ডাকা বন্ধ করে দেবে।

আপনি যদি কোনো নির্দিষ্ট সময়ে বিছানায় কিছুটা শীতল তাপমাত্রা চান, তাহলে বিছানাটি শরীরের তাপমাত্রা বুঝে সে অনুযায়ী পরিবেশ বিছানায় বজায় রাখবে।

তার চেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, বিছানাটি এর দুই পাশেই আলাদা আলাদা তাপমাত্রা তৈরি করতে পারে। অর্থাৎ অনেক সময় দেখা যায় দম্পত্তির মধ্যে গরম বা ঠাণ্ডা লাগা নিয়ে, মনোমালিন্য হয়ে থাকে। সেক্ষেত্রে এই বিছানাটি ঘুমের মধ্যে দুজন মানুষের শরীরের তাপমাত্রা বুঝে বিছানার দুপাশে দুজনের জন্যই আলাদা আলাদা আরামদায়ক তাপমাত্রা তৈরি করবে।

এছাড়া বিছানাটিতে বিল্ট-ইন ম্যাসেজিং সিস্টেম রয়েছে। ফলে যখন আপনি ক্লান্ত থাকেন, তখন বিছানায় গা এলিয়ে দিলে, বিছানাটি ভাইব্রেশনের মাধ্যমে শরীরের মাংসপেশীতে আরামদায়ক ম্যাসেজও দেবে।

বিছানাটিতে এ ধরনের নানা সুবিধা উপভোগ করতে স্মার্টফোনে বালুগা অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপটির আপনার ঘুমের ধরন নিরীক্ষণ করে, সে অনুযায়ী বিছানাটিকে সেট করবে। বিছানায় থাকা সেন্সর শরীরের তাপমাত্রা, হার্ট রেট, রুমের তাপমাত্রা নানা তথ্য পর্যবেক্ষণ করে সে অনুযায়ী আরামদায়ক ঘুমের সুবিধা দেবে।

রাতে অন্ধকারে ঘুমের মধ্যে যদি আপনি জেগে উঠে, বাথরুমে বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে বিছানাটির নীচ থেকে স্বয়ংক্রিয়ভাবে এলইডি আলো বের হবে, যাতে চলাচলে সুবিধা হবে।

আধুনিক প্রযুক্তির এই বিছানাটি বাজারে আনার জন্য কিকস্টার্টার প্রজেক্টের মাধ্যমে বর্তমানে নির্মাতা প্রতিষ্ঠানটি তহবিল সংগ্রহ করছে।

স্মার্ট ফিচার সমৃদ্ধ স্মার্ট বেড বালুগার সুবিধাগুলো ভিডিওতে দেখুন:
 
 http://www.risingbd.com/%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/154059


রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment