Finger ring costly সর্বোচ্চ দামের আংটি পরেন যারা
সৃষ্টি ঘটক : রাইজিংবিডি ডট কম
Published:10 Mar 2016 12:09:34 AM Thursday

এলিজাবেথ টেলরের হাতে শোভা পাওয়া আংটিটি বিশ্বের সর্বোচ্চ মূল্যের
১০. প্রিন্সেস ডায়ানা
প্রিন্সেস ডায়ানার বিয়ের আংটিটি বর্তমানে তার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের হাতে শোভা পাচ্ছে। এটি ১৮ ক্যারেটের নীলকান্তমণি এবং শ্বেত হীরার সমন্বয়ে একটি অপূর্ব আংটি। এর বর্তমান মূল্য ১ লাখ ৩৭ হাজার ২০০ মার্কিন ডলার।
৯. আনা কুরনিকোভা
বর্তমান সময়ের বিখ্যাত স্প্যানিশ সংগীতশিল্পী এনরিক এগ্লেসিয়াস তার প্রেমিকা টেনিস খেলোয়াড় আনা কুরনিকোভাকে আংটিটি উপহার দেন। দুই পাশে একটি করে ত্রিকোণাকৃতির পাথর আর মাঝখানে ১১ ক্যারেটের গোলাপি রঙের পেয়ার কাট হীরের পাথরে সজ্জিত আংটিটির বর্তমান মূল্য ২৫ লাখ মার্কিন ডলার।
৮. ক্যাথেরিন জেটা জোন্স
এই আংটির মূল বৈশিষ্ট্য হলো সাধারণ আর সব আংটির মতো এটির ১০ ক্যারেটের মাকু আকৃতির পাথরটি উলম্বভাবে না বসিয়ে আনুভূমিভাবে বসানো হয়েছে। ফলে এটি দৃশ্যত প্রাচীন। এটির চারদিক ঘিরে বসানো আছে ২৮টি ক্ষুদ্র তবে অতি মূল্যবান হীরের পাথর। হলিউড অভিনেতা মাইকেল ডগলাস ওয়েলশ তার স্ত্রী অভিনেত্রী ক্যাথেরিন জেটা জোন্সকে ২৫ লাখ মার্কিন ডলার মূল্যের এই আংটিটি বিয়েতে উপহার দেন।
৭. জ্যাকুলিন
এরিস্টটল ওনাসিসের দেওয়া জ্যাকুলিনের এনগেজমেন্টের আংটিটি তিনি কেবল দুই বারই পরেছিলেন। অসাধারণ দেখতে ২৫ লাখ মার্কিন ডলারের এ আংটি বেশির ভাগ সময় সিন্ধুকে বন্দি থাকে। ৪০.৪২ ক্যারেটের লেথোসো-৩ ডায়মন্ডের এ আংটির সঠিক স্থান হয়তো জ্যাকুলিনের হাতই হওয়া উচিৎ ছিল।
৬. মেলানিয়া নাউস
চমৎকার দেখতে এমারাল্ড কাটের ১৫ ক্যারেটের এ হীরের আংটিটি প্লাটিনামের উপর স্থাপিত। এটির চারপাশে রয়েছে পাতার নকশা। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া নাউসকে বিয়ের সময় আংটি উপহার দেন। আংটিটির বর্তমান মূল্য ৩০ লাখ মার্কিন ডলার।
৫. জেনিফার লোপেজ
মার্ক অ্যান্থনি আগাগোড়াই রুচিশীলতার পরিচয় দিয়ে এসেছেন তার পোশাক নির্বাচনে। কিন্তু শুধু পুরুষের পোশাকেই নয়, বিয়ের আংটি বাছাইয়ের ক্ষেত্রেও তিনি রক্ষা করেছেন তার সুনাম। তিনি তার দ্বিতীয় স্ত্রী জেনিফার লোপেজকে যে বিয়ের আংটি দিয়েছেন সেটি নেইল লেনের নকশা করা একটি ৮.৫ ক্যারেটের নীল হীরের আংটি। যদিও তারা এখন আর স্বামী-স্ত্রী নন, তবু আংটিটি লোপেজের জুয়েলারির মধ্যে সবচেয়ে মূল্যবান স্থানটি দখন করে আছে। এটির বর্তমান মূল্য ৪০ লাখ মার্কিন ডলার।
৪. গ্রেস কেলি
গ্রেস কেলির আংটিটি দুটি ডায়মন্ড বিগাটের মাঝখানে ১০.৪৭ ক্যারেটের এমারাল্ড আকৃতির হীরে বসানো। প্রিন্স রেইনার এটি কারটেইর থেকে কেনেন যেটির বর্তমান মূল্য ৪০ লাখ ৬ হাজার মার্কিন ডলার।
৩. প্যারিস ল্যাটসিস
দুটি ত্রিকোণাকৃতির বাগেটের মাঝখানে আয়তক্ষেত্রাকার হীরের পাথর বসানো আংটিটি ২৪ ক্যারেটের হোয়াইট গোল্ডের তৈরি। প্যারিস ল্যাটসিস বিয়েতে এটি উপহার দিয়েছিলেন মার্কিন তারকা প্যারিস হিলটনকে। এটির নকশার আকৃতি এতটাই বড় যে, ল্যাটসিস বলতেন আংটিটি পরলে নাকি তার হাতে ব্যথা লাগে। তাদের বিবাহ বিচ্ছেদের পর হিলটন আংটিটি নিলামে বিক্রি করে দেন এবং সে টাকা তিনি ঘূর্ণিঝড় ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দান করেন। এটির বর্তমান মূল্য ৪০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
২. বেয়ন্স নোলেস
যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংগীতশিল্পী বেয়ন্সের বিয়ের আংটিটির অবস্থান অনেকেই প্রথম মনে করলেও এটি প্রকৃতপক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। জয় জেড নামে পরিচিত আমেরিকার বিখ্যাত হিপ হপ তারকা ১৮ ক্যারেটের নিখুঁত হীরের এই দুর্লভ পাথরের আংটিটি দিয়ে বিয়ন্সকে বেঁধেছেন আংটির চেয়েও অধিক মূল্যবান সম্পর্কে। ২০০৮ সালের ৪ এপ্রিল কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তারা বিয়ে করেন। দ্বিতীয় স্থানে থাকা এই বিয়ের আংটির বর্তমান মূল্য ৫০ লাখ মার্কিন ডলার।
১. এলিজাবেথ টেলর
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে মূল্যবান বিয়ের আংটির অধিকারীর তালিকায় আছে এলিজাবেথ টেলরের নাম! এটি তাকে রিচার্ড বার্টন বিয়েতে উপহার দিয়েছিলেন। ৩৩.১৯ ক্যারেটের টাইপ-২ হীরের এমন আংটি সত্যিই দুর্লভ। এটির পাথর অনেক স্বচ্ছ এবং কেমিক্যাল মুক্ত। অ্যাশার কাট ডায়মন্ডের এই আংটির বর্তমান মূল্য ৮০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এলিজাবেথের সঙ্গে রিচার্ড বার্টনের দুই বার বিয়ে এবং দুই বার বিচ্ছেদ হয়। তাদের সম্পর্কের বাস্তব চিত্র ‘হু’স আফ্রেইড অফ ভারজিনিয়া উলফ’ ছবিতে দৃশ্যায়িত হয়েছে। এলিজাবেথের আংটিটি তার মৃত্যুর পর নিলামে এশিয়ার একজন সংগ্রাহক কিনে নেন।
রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৬/রাসেল পারভেজ
No comments:
Post a Comment