বরফের রাজ্যে বিবার!
মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:03 Mar 2016 02:14:08 PM Thursday

জাস্টিন বিবার
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বিবার তার জন্মদিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বিবারকে বন্ধুদের সঙ্গে বরফে মাতামাতি করতে দেখা গেছে। ‘বেবি’ খ্যাত এ তারকা বন্ধুদের নিয়ে ছিলেন বেশ উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে নিজের ছবির ক্যাপশনে বিবার লিখেছেন, ‘একটা বাচ্চা ছেলে হাসছে!’
বিচ্ছেদের বেদনা ভুলে আনন্দে ভাসছেন সংগীতশিল্পী জাস্টিন বিবার। প্রিয় তারকাকে আনন্দে দেখে ভক্তরাও নিশ্চয় অনেক খুশিই হবেন।
সূত্র : ইন্দো-এশিয়ান নিউজ।
রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৬/মারুফ
No comments:
Post a Comment