Monday, 7 March 2016

1st Train Hospital in global

বিশ্বের প্রথম ট্রেন-হাসপাতাল

নাসিফ শুভ : রাইজিংবিডি ডট কম
Published:06 Mar 2016   03:52:25 PM   Sunday   ||   Updated:07 Mar 2016   12:11:01 AM   Monday
অরবিস চক্ষু হাসপাতালের একাংশ

অরবিস চক্ষু হাসপাতালের একাংশ

নাসিফ শুভ : উড়ন্ত চক্ষু হাসপাতালের কথা অনেকেই শুনেছেন। অরবিস নামের এই চক্ষু হাসপাতালের জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হলেও সারা পৃথিবীতে ডানা মেলে উড়ে চলে এ হাসপাতাল। দেয় বিনা মূলে চক্ষু সেবা।

অরবিসের কাহিনী তো শোনা হল, এবার শুনুন এমন এক হাসপাতালের কথা যেখানে হাসপাতাল বিভিন্ন স্টেশনে থামবে আর আপনি নিজের অসুবিধা জানিয়ে সেবা নিয়ে আসতে পারবেন। কষ্ট করে ট্রেন,লঞ্চ, বাসে করে আর হাসপাতালে যাওয়ার খাটনি করতে হবে না। এই অভিনব হাসপাতালের নাম ট্রেন হাসপাতাল। এখন অনেক দেশই দূরদূরান্তে থাকা মানুষের জন্য রেল হাসপাতালের সুবিধা দিয়ে থাকবে। কিন্তু এ চলমান হাসপাতালের ধারণা আসে ভারতের কাছ থেকে। পৃথিবীর প্রথম চলমান হাসপাতালের জন্মদাতা লাইফলাইন এক্সপ্রেস নামে ভারতের এ ট্রেনটি প্রায় পঁচিশ বছর যাবত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

লাইফলাইন এক্সপ্রেসের পথচলা শুরু হয় ১৯৯১ সালের ১৬ জুলাই থেকে। এটি যৌথভাবে পরিচালনার ভার গ্রহণ করে ভারতের রেল ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ট্রেনটির কামরাগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি ট্রেনে দুটি করে অপারেশন থিয়েটার রয়েছে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে তিনটি করে অপারেশন টেবিল এবং একটি জীবাণুমুক্ত করার ঘর রয়েছে। এই ট্রেনে নিয়মিত সার্জিক্যাল অপারেশন হয়ে থাকে।

লাইফলাইন এক্সপ্রেসে রোগীদের জন্য বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে। একটি হাসপাতালে যা যা থাকা দরকার তার সবকিছুই রয়েছে এই ট্রেন-হাসপাতালে। অন্যান্য সাধারণ হাসপাতলে যেমন কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা থাকে ঠিক তেমনি এই ট্রেনের ভিতরেও রয়েছে হাসপাতাল কর্মীদের আবাসন ব্যবস্থা।

তথ্য সূত্রঃ ইন্ডিয়া টাইমস  


রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৬/শুভ/মিথি  

No comments:

Post a Comment