Tuesday, 1 March 2016

Bangla Joks

বাংলা জোকসের অ্যাপস

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:01 Mar 2016   04:20:16 PM   Tuesday   ||   Updated:01 Mar 2016   04:26:54 PM   Tuesday
বাংলা জোকসের অ্যাপস
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : ইন্টারনেটের সহজলভ্যতার কারণে স্মার্টফোন ও অ্যাপসের ব্যবহার বাড়ছে। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপস বা অ্যাপ্লিকেশন। এসব অ্যাপস স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়। প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে দেশীয় ডেভেলপাররা নানা কাজের জন্য প্রতিনিয়ত বাংলা ভাষায় অ্যাপস তৈরি করছেন।

এর অংশ হিসেবে বাংলা জোকস নিয়ে ‘বাংলা জোকস আর্কাইভ’ নামের মোবাইল অ্যাপস তৈরি করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন। বাংলাদেশের প্রচলিত জোকসগুলো স্থান পেয়েছে এই অ্যাপসে। এছাড়াও রয়েছে খেলাধুলা, ছাত্র-শিক্ষক, রাজনীতি, ডাক্তার-রোগী, পড়াশোনাসহ নানা বিষয় নিয়ে জোকস, ছবি ও ভিডিও। অ্যাপস ছাড়াও www.banglajokes24.com ঠিকানা থেকে এসব জোকস পড়া যাবে।

মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম বলেন, এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন আরো শক্তিশালী ডিভাইসে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোন এখন বিনোদনের সঙ্গী হিসেবেও কাজ করছে। ব্যবহারকারীদের বিনোদন আরো একটু বাড়িয়ে দিতেই এই অ্যাপসটি তৈরি করা হয়েছে।

মাত্র ১.৪ মেগাবাইট সাইজের এই অ্যাপস http://banglajokes24.com/apps ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপসটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।



রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment