সাগরে ভাসমান নৌকা, ভেতরে একা মমি
মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:04 Mar 2016 06:20:30 PM Friday

ফিলিপাইনের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বন্ধুদের সঙ্গে মাছ ধরছিলেন ক্রিস্টোফার রিভাস নামে এক যুবক। হঠাৎ তাদের চোখে পড়ে কিছু দূরে নিজের মতো ভেসে চলেছে একটি নৌকো। ৪০ ফুট লম্বা সাদা রঙের নৌকোটির গায়ে নাম লেখা ছিল ‘সায়ো’।
সেটি দেখে কৌতুহল বেড়ে যায় রিভাস এবং তার সঙ্গীদের। কিন্তু নৌকোটির মধ্যে ঢুকে চমকে যান। রেডিও রুমে চেয়ারের উপরে বসে রয়েছে আস্ত একটি মমি! নৌকাটিকে সঙ্গে নিয়ে পরের দিন ভূখণ্ডে ফিরে আসেন রিভাসরা। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফিলিপাইনের বারোবো থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।
৫৯ বছরের মানফ্রেড ঠিক কত দিন আগে, কী ভাবে মারা গিয়েছেন, সেটি এখনো স্পষ্ট জানা যায়নি। খাবারের অভাবে তার যে মৃত্যু হয়নি নৌকোর মধ্যে টিনে যথেষ্ট খাবার দেখে তা নিশ্চিত হয়েছেন প্রত্যেক্ষদর্শীরা। নৌকোয় অন্য কোনো ব্যক্তিও ছিল না। ময়নাতদন্তে মানফ্রেডের দেহে কোনো আক্রমণের চিহ্নও মেলেনি। চিকিৎসকরা মমির বসার ভঙ্গি দেখে মনে করছেন, ওই ব্যক্তি সম্ভবত ফোন করতেই যাচ্ছিলেন। সেই মুহূর্তে আকস্মিক ভাবে তার মৃত্যু হয়েছে। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে গেলে এমনটা হতে পারে।এ জার্মান নাগরিকের মৃত্যু সাতদিনের কম অথবা বেশি সময় আগে হয়েছে।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপর ফেসবুকে ঘটনাটি লিখে ওই নৌকা থেকে পাওয়া ছবিগুলো পোস্ট করে। মানফ্রেডকে চিনতেন এমন নাবিকরা জানিয়েছেন, মানফ্রেড দক্ষ নাবিক। সম্ভবত তার মৃত্যুর পরেই নৌকোর পাল ভেঙেছে। মৃত্যুর আগে নয়। এক বছর আগেও জন্মদিনে ফেসবুক মারফত যোগাযোগ হয়েছিল মানফ্রেডের সঙ্গে। তারপর আর কোনও খবর নেই। সেই হিসেবে গত এক বছরের মধ্যেই মানফ্রেড মারা গিয়ে থাকতে পারেন বলে মনে হচ্ছে। নোনা হাওয়া, শুকনো আবহাওয়া আর উষ্ণ তাপমাত্রায় দেহটি পচেনি। একেবারে মমি হয়ে গিয়েছে।
জানা গেছে জীবনের বেশির ভাগ সময় সমুদ্রেই কাটিয়েছেন মানফ্রেড। তার স্ত্রী ক্লাউডিয়াও একজন নাবিক ছিলেন। ২০০৮ সালে মানফ্রেড এবং তার স্ত্রীর বিচ্ছেদ হয়। এর দুই বছর পর ক্যান্সারে মারা যান ক্লাউডিয়া। মেয়ে নিনাও নাবিকের কাজ করেন।
প্রয়াত স্ত্রীকে লেখা মানফ্রেডের একটি চিঠিও উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে। চিঠিতে লেখা, ‘তিরিশ বছরেরও বেশি আমরা একই পথের পথিক ছিলাম। তার পর বাঁচার আকাঙ্খা শয়তানের শক্তির কাছে হেরে গেল। তুমি চলে গেলে। তোমার আত্মা শান্তি পাক।’ ডেইলি মেইল
রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৬/মারুফ/ মিথি
No comments:
Post a Comment