Sunday, 27 March 2016

Averest info

এভারেস্ট আরোহীদের জন্য দুঃসংবাদ

শাহ মতিন টিপু : রাইজিংবিডি ডট কম
Published:28 Mar 2016   10:45:56 AM   Monday   
এভারেস্টে পর্বতারোহী (ফাইল ফটো)

এভারেস্টে পর্বতারোহী (ফাইল ফটো)

আন্তর্জাতিক ডেস্ক : মার্চ শেষপ্রায়। তারপর এপ্রিল পেরিয়েই মে। এভারেস্টে ওঠার সময় প্রায় এসেই গেল। মে মাস থেকেই পর্বতারোহীরা এভারেস্টে ওঠার কাজ শুরু করে দেন। কিন্তু এবার তাদের দুঃসংবাদ হচ্ছে- ফাঁটল দেখা দিয়েছে মাউন্ট এভারেস্টে। নেপালের সেই ভয়ঙ্কর ভূমিকম্পের ফলেই এভারেস্টের এই ফাঁটল। যা যে কোনো সময় পর্বতারোহীদের জন্য হয়ে উঠতে পারে বড়সড় বিপদের কারণ।

গত বছর বিধ্বংসী ভূমিকম্প দেখা দিয়েছিল নেপালে। সেই ভূমিকম্পের প্রভাব পড়েছিল বহু জায়গায়। শুধু প্রভাবই নয়, প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্থও হয়েছিল বহু জায়গা। ভূমিকম্পের ভয়াবহতা এতটাই ছিল যে, তার আফটার শকে ৪০০ বারেরও বেশি সময় কেঁপেছিল নেপাল। এর ফলে গত বছর এভারেস্ট অভিযানই বন্ধ করে দেওয়া হয়েছিল।

গত বছর যে সমস্ত পর্বতারোহী এভারেস্ট অভিযান করতে পারেননি, তাদের পারমিট ২০১৭ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই অনেক পর্বতারোহী আগে থেকেই বেস ক্যাম্পে পৌঁছতে শুরু করে দিয়েছেন। কিন্তু এ বছর এভারেস্ট অভিযান শুরু করার আগেই তাদের জন্য খারাপ খবরটা এসে গেল।

নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এভারেস্টও। ফাঁটল দেখা দিয়েছে এভারেস্টের গায়ে। শুধু ফাঁটলই নয়, গর্তও হয়ে গিয়েছে। আর এই ফাঁটলের মধ্যে দিয়ে এভারেস্টে উঠলে তা হয়ে উঠতে পারে বিপজ্জনক।


তথ্যসূত্র : জিনিউজ



রাইজিংবিডি/ঢাকা/২৮মার্চ ২০১৬/টিপু

No comments:

Post a Comment